ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর

বগুড়ার সোনাতলায় সংস্কার হচ্ছে ১৬ কিলোমিটার সড়ক

বগুড়ার সোনাতলায় সংস্কার হচ্ছে ১৬ কিলোমিটার সড়ক। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর বগুড়ার সোনাতলায় ১৮ কোটি টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার সড়ক সংস্কার হচ্ছে। এতে করে পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলার ভেলুরপাড়া থেকে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। এই রাস্তারটি চলাচলের অনুপযোগী হওয়ায় বিভিন্ন পরিবহনে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এ সংক্রান্ত দৈনিক করতোয়ায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে এলজিইডি কর্তৃপক্ষ। এরপর টেন্ডার আহবান করে। ১৬ কিলোমিটার সড়ক সংষ্কার করতে প্রায় ১৮ কোটি টাকা ব্যয় করা হচ্ছে।  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোনাতলার চারটি ও গাবতলী উপজেলার তিনটি প্যাকেজে কাজটি হচ্ছে। সড়কটি জেলা সদরের সাথে সম্পৃক্ত।

আরও পড়ুন

এই সড়ক দিয়ে গাইবান্ধা জেলার সাঘাটা, সোনাতলা, সারিয়াকান্দি, গাবতলী, শিবগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এ বিষয়ে সোনাতলা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, সোনাতলার ভেলুরপাড়া থেকে গাবতলী নাড়ুয়ামালা পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়ক সংষ্কার কাজ চলছে। সড়কটি সংষ্কার করতে সরকারের ব্যয় হচ্ছে ১৮ কোটি টাকা। রাস্তাটি সংষ্কার হলে এই এলাকার মানুষের যোগাযোগের কষ্ট দূর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল মাদক কারবারির

দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইকুয়েডর ম্যাচে নতুন একাদশে মাঠে নামবে আর্জেন্টিনা!

পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন ট্রাম্প : জেলেনস্কি

বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাইয়ের ধর্ষণের শিকার স্কুলছাত্রী

আফগানদের বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের