ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

গোপালগঞ্জে কোটালীপাড়ায় ২৩৪ পিস অবৈধ চায়না জাল জব্দ

গোপালগঞ্জে কোটালীপাড়ায় ২৩৪ পিস অবৈধ চায়না জাল জব্দ

নিউজ ডেস্ক:  দেশীয় মাছ রক্ষার্থে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা মূল্যের ২৩৪ পিস অবৈধ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে বিকেল পযর্ন্ত চালানো এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ জানান, উপজেলার বিভিন্ন বিলে অবৈধ চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। পরে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন বিল থেকে ১৪ লাখ টাকা মূল্যের ২৩৪ পিস অবৈধ চায়না জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

তিনি আরো জানান, দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, “কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে দেশীয় মাছ কমে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো চায়না জাল ব্যবহার। দেশীয় মাছ রক্ষার্থে আমারা অভিযান পরিচালনা করছি। জব্দ করা জাল ধ্বংস করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন : আলোচনায় এগিয়ে যারা

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক