ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে বেগুনসহ সব ধরনের সবজির দাম বৃদ্ধি

সিরাজগঞ্জে বেগুনসহ সব ধরনের সবজির দাম বৃদ্ধি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিভিন্ন ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বাজারগুলোতে নিজেদের চাহিদা মেটাতে ক্রেতাদের ব্যাপক ভিড় থাকলেও দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া অসচ্ছল মানুষেরা।

সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজিসহ চাউলের দামও কেজিতে ২/৩ টাকা বেড়েছে। এদিকে কাঁচা বাজারে প্রতি কেজি বেগুন ৭৫/৮০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, পেয়াজ ৫৫ টাকা, কাঁচা পেপে ৩০/৪০ টাকা, টমেটো ১শ’ টাকা, পটল ৩০/৪০ টাকা, লাউ ৫০ টাকা পিস, আদা ৮০/১০০ টাকা, করলা ৮০ টাকা কেজি, ফুলকপি ৭০/৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১১শ’ টাকা, সোনালী মুরগি ২১০ টাকা থেকে বেড়ে ২৭০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।

শহরের পৌর কাঁচা বাজার, কাঠেরপুল বাজার, স্টেশন বাজার, কালিবাড়ি বাজারসহ প্রতিটি বাজারেই সবজির মূল্য দিন দিন বেড়েই চলেছে। বাজারে আসা সাইফুল ও আসলাম নামে দুই ক্রেতা জানান, গত কয়েকদিনে কাঁচা বাজারের প্রতিটি জিনিসের দাম অনেক বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

শহরের মাছিমপুর বউ বাজারের বিক্রেতা মোহসিন বলেন, তারা বিভিন্ন হাট ও আড়ৎ থেকে সবজি ক্রয় করে বিক্রি করেন। প্রতিটি ক্ষেত্রেই দাম কিছুটা বেশি হওয়ায় তারা সেভাবেই বিক্রি করছেন। এ ব্যাপারে ব্যবসায়ী আব্দুস সামাদ জানায়, কয়েকদিনের টানা বৃষ্টি এবং যমুনার পানি বৃদ্ধির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়াও পরিবহনে অসুবিধাজনিত কারণে মালামাল সংগ্রহ করা দুরূহ হয়ে পড়েছে তাই দাম বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস