ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুরে জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

বগুড়ার শেরপুরে জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহিন আলমের বাড়াতি ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল বেলতলা গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় সশস্ত্র ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাড়ির মালিক সোলায়মান আলী (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৫০) ও তাদের ছেলে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও ইসলামী হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর শাহিন আলম (৩২) রাতে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

রাতের খাবার শেষে শাহিন আলম মোবাইলে কথা বলার জন্য বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা সুযোগ বুঝে বাড়িতে প্রবেশ করে। রাত আনুমানিক ১টার দিকে প্রথমে গৃহবধূ মাজেদা খাতুনের চোখ বেঁধে ফেলার সময় চিৎকার করলে তার হাত-পা বেঁধে মারধর করা হয়। ঘুমন্ত অবস্থায় থাকা শাহিন আলমের বাবা সোলায়মান আলী ও শাহিন আলমকে অচেতন করে ফেলে ডাকাত সদস্যরা।

আরও পড়ুন

এরপর তারা বাড়ির বিভিন্ন কক্ষ ভাঙচুর করে চার ভরি সোনার গহনা, ধান বিক্রির টাকাসহ পাঁচ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান আসবাবসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মাজেদা খাতুন বলেন, ‘রাত আনুমানিক ২টার দিকে ডাকাত দলের একজন সদস্য মোবাইলে কারো সঙ্গে যোগাযোগ করে বলে, ‘বটতলা থেকে সিএনজি নিয়ে আসো, আমাদের অপারেশন সফল হয়েছে।’

ঘটনার পর ভুক্তভোগীরা এখনও পুরোপুরি জ্ঞান ফিরে পাননি এবং তারা বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারপূর্বক জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২