ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

হুমকির মুখে হাটসেড ও বাড়িঘর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন। ছবি : দৈনিক করতোয়া

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানাঘাট বাজার এলাকায় ফুলকুমর নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে থানাঘাট বাজারের হাট সেড ও নদের তীরবর্তী এলাকার কয়েকটি পরিবারের বাড়িঘর।

জানাগেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী দীর্ঘদিন থেকে থানাঘাট বাজারের পাশে দুধকুমর নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এরফলে থানাঘাট বাজারের হাটসেড ও পার্শ্ববর্তী এলাকার কয়েকটি বাড়িঘর হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা রেজিয়া বেগম ও মলিদা বেগম বলেন, নদী থেকে বালু  উত্তোলন করায় আমাদের ঘরবাড়ি ভাঙনের মুখে পড়েছে। বালু তুলতে নিষেধ করা হলেও এরা কোন কথাই শুনছেন না। তারা বলেন, বালু উত্তোলনকারী প্রভাবশালী হওয়ায় ইউপি চেয়ারম্যানও কোন উদ্যোগ নিচ্ছেনা। তারা তাদের ঘরবাড়ি ভাঙনের কবল থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী বলেন, নদের দু’তীরের জমি আমাদের। আমাদের নিজস্ব জমি থেকে বালু তুলে বিক্রি করছি। পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়াারম্যান আব্দুস সবুর বলেন, বালু তোলার বিষয়টি আমার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার বিরুদ্ধে অবস্থান নেওয়া টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হতে পারে

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের হাতে আটক ৮ বাংলাদেশি

ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

দেশের সব বিভাগে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সালমান শাহর জন্মদিন আজ

বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই পড়ানো নিষিদ্ধ করল তালিবান