ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা, ভাঙচুর লুটপাট

কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা, ভাঙচুর লুটপাট

পাবনা প্রতিনিধি : ভারত ও ফ্যাসিস্ট বিরোধী কনটেন্ট তৈরি করায় পাবনার সুজানগরে কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পতিত আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর জোড়পকুরিয়া গ্রামে কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল রোববার দুপুরে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাজিদ সাইমুম।

অভিযোগ সূত্রে জানা যায়, ভারত বিরোধী ও ফ্যাসিস্টদের নিয়ে কনটেন্ট তৈরি করে নিজের ফেসবুক পেজে পোস্ট করতেন সাজিদ সাইমুম। এতে ক্ষুব্ধ হন স্থানীয় পতিত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সমর্থক কিছু ব্যক্তি। তারই জেরে গতকাল শনিবার সন্ধ্যায় আমিরুল ইসলাম হোসেন, রফিকুল ইসলাম, জামাল উদ্দিন, মুক্তার হোসেনসহ ১৫ থেকে ২০ জন আওয়ামী লীগ অনুসারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইমুমের বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায়।

পরে বাড়ির লোকজনকে মারপিট করে চলে যায়। যাবার সময় এই ধরনের ভিডিও তৈরি না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ভুক্তভোগী সাজিদ সাইমুম জানান, এই ঘটনার পর থেকে আমারা আতঙ্কের মধ্যে দিনযাপন করছি। তাই আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত এই সকল আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টানন্তমূলক শাস্তির দাবি জানাই।

আরও পড়ুন

তবে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। এবিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন : লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে সরব প্রার্থীরা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন

বেড়েছে জনসংখ্যা, প্রভাব পড়ছে কৃষি জমির ওপর

ঠাকুরগাঁওয়ে সাত মাসে ২২০ জনের অস্বাভাবিক মৃত্যু

বগুড়ার শেরপুরে আবারো কৃষকের গরু চুরি

দরিদ্র শিক্ষার্থীদের সরকারি বরাদ্দের অর্থ প্রধান শিক্ষকের পকেটে