ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

বগুড়ায় আজানের পর ছুরিকাঘাতের শিকার বৃদ্ধ ইমাম

বগুড়ায় আজানের পর ছুরিকাঘাতের শিকার বৃদ্ধ ইমাম,ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মালতিনগর এলাকায় (মাটির মসজিদ হিসেবে পরিচিত) ইমাম হাফেজ আব্দুল মান্নানকে (৭৪) ছুরিকাঘাত করা হয়েছে। আজ সোমবার (৩০) জুন যোহরের নামাজের আযানের পরপরই তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এ ঘটনায় নোমান (৩০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় ইমাম আব্দুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার পর থেকে দুই যুবক ব্যাগ নিয়ে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ইমাম আব্দুল মান্নান মসজিদে এসে যোহরের নামাজের আযান দেওয়ার পরপরই তারা ইমামকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মসজিদের পশ্চিম পাশে ড্রেনে পড়ে গেলে স্থানীয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং এ ঘটনায় অভিযুক্ত নোমানকে ধরে পুলিশে সোপর্দ করেন। 

আরও পড়ুন

হাফেজ আব্দুল মান্নানের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায়, তবে তিনি মালতিনগর স্টাফ কোয়াটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমানা পুনর্র্নিধারণে ইসির শুনানি শুরু ২৪ আগস্ট

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে সর্ব মিত্র চাকমা

ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা : ভিপি বিন ইয়ামিন-জিএস সাবিনা

বগুড়ায় সন্ধ্যায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, রাতে ট্রাক দূর্ঘটনা : নিহত এক আহত এক

নাইজেরিয়ায় নৌকাডুবি, ৪০ জনের বেশি নিখোঁজ

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা