কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ট্রাক আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক আটক করে থানায় সোপর্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে সোনাহাট সেতুর পূর্বপাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।
জানা যায়, সোনাহাট স্থলবন্দরগামী রাস্তার দুধকুমার নদের ওপর প্রায় ১৪০ বছর আগে নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সোনাহাট স্থলবন্দর থেকে প্রতিটি ট্রাক ৫ টনের বেশি পাথর পরিবহন না করার নির্দেশনা দেয়া হয়। কিন্তু এই নির্দেশ অমান্য করে ট্রাকগুলো ৬ থেকে ৭ মে.টন পাথর নিয়ে সেতু পার হচ্ছে।
এসংবাদ পাবার পর ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে ৬.৫ মে.টন পাথর বোঝাই (মেসার্স সম্রাট ট্রেডার্স) একটি ট্রাক আটক করে ভূরুঙ্গামারী থানায় নিয়মিত মামলা দায়েরের জন্য সোপর্দ করে।
আরও পড়ুনউল্লেখ্য, গত রোববার অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক সেতু পারাপারের সময় সেতুর পাটাতন ভেঙে ট্রাক আটকে যায় এবং দিনব্যাপী সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস জানান, ৫টি ইউনিয়ন ও সোনাহাট স্থলবন্দরের সাথে যোযোগের মাধ্যম সোনাহাট সেতু। এটি বন্ধ হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ অবর্ণনীয় অসুবিধায় পড়বে।
যে কোন মূল্যে আমরা সোনাহাট সেতু চালু রাখতে চাই। এজন্য যত কঠোর পদক্ষেপ নেয়া দরকার নেয়া হবে।
ওসি আল হেলাল মাহমুদ জানান, সড়ক ও জনপথ বিভাগের লোক থানায় এসেছে। মামলার বিষয়টি পরে জানানো হবে।
মন্তব্য করুন