ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

বগুড়ায় সেনা অভিযানে অপহৃত তিন শিক্ষার্থী উদ্ধার : অস্ত্রসহ ৪ অপহরণকারী গ্রেফতার

বগুড়ায় সেনা অভিযানে অপহৃত তিন শিক্ষার্থী উদ্ধার : অস্ত্রসহ ৪ অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার এবং এ ঘটনায় চারজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর একটি টিম শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করে। অপহরণকারীরা ওই তিন শিক্ষাথীকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যারা সেখানে এই অভিযান চালায়। পরে ধৃত তিন অপহরণকারীকে সদর থানায় সোপর্দ করা হয়।

থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো- শহরের মালতিনগরের আনোয়ার হোসেনের ছেলে আবির হোসেন বিদ্যুৎ (২৭), শিববাটি এলাকার আফছারের ছেলে ওয়াজ মন্ডল (৩০), চকলোকমান এলাকার নূর আলমের ছেলে  মাসুম আলম নাঈম (২৭) ও জয়পুরহাটের মাংনিপাড়ার  মুঞ্জুরের ছেলে মেহেদী হাসান (২৩)। সদর থানায় হস্তান্তরের পর গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা হতভম্ব হয়ে যায়। এ সময় সেনা সদস্যরা অপহৃত ওই তিন শিক্ষার্থীদের উদ্ধার এবং চার অপহরণকারীকে গ্রেফতার করে।

আরও পড়ুন

অভিযানকালে সেনাবাহিনী বেশ কিছু ধারালো অস্ত্র ও অন্যান্য মালামাল  জব্দ করে। সেগুলোর মধ্যে রয়েছে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম।

এ ঘটনায় বগুড়া সদর থানায় ধৃত অপহরণকারীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আজ শুক্রবার (৪ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়। এরপর আদালতের বিচারক তাদের কারাগারে পাঠিয়ে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জনগণের রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে না : ওবায়দুর রহমান চন্দন

হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি

সিরাজগঞ্জের রায়গঞ্জের একমাত্র হাসপাতালের সামনের পাকা রাস্তার বেহাল দশা

৮ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দিনাজপুরের খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার