নওগাঁর বদলগাছীতে অবৈধভাবে চাল মজুদ করায় জামাই-শ্বশুর গ্রেফতার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে অবৈধ পথে ৫শ’ বস্তা (২৫ মে. টন) চাল মজুদ করার অপরাধে চাল জব্দসহ সিলগালা করে রেখে জামাই -শ্বশুরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠান হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্যনিয়ন্ত্রককে সঙ্গে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন উপজেলার জিওল নিমতলী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত চাল জব্দ করাসহ মজুদকারীদের আটক করা হয়। তাদের কাছে চাল মজুদ করার কোন বৈধ কাগজ পত্র ছিল না। আটককৃতরা হলেন- মজুদকারী বাড়ির মালিক জাহিদুল ইসলাম ও তার বড় জামাই শিবলু হোসেন।
নিমতলীর স্থানীয় লোকজন জানান, ঈদের দু’চারদিন আগে সন্ধ্যায় রাতে বড় এক ট্রাক ও একটি ভটভটিযোগে এ চাল নিয়ে আসা হয়। এ সময় স্থানীয় লোক জনের মধ্যে কানাঘুসা শুরু হয় এতো চাল কোথা থেকে এলো। এক পর্যায়ে প্রকাশ হয়ে পড়ে জাহিদুল ইসলামের ছোট জামাই মহাদেবপুর উপজেলার সদর ইউপি চেয়ারম্যান শাকিল তরফদার এ চাল পাঠিয়েছেন। চালের প্রতিটি বস্তায় লেখা আছে বর্ষা সুপার কাটারী আতপ চাল।
আরও পড়ুনমামলার তদন্তকারী অফিসার থানার এসআই জিয়াউর রহমান জানান, অধিক লাভের আশায় মজুদ করে খাদ্যদ্রব্য উৎপাদন,মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ,বিপনন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন২০২৩ এর ৩(ঘ)/৪ ধারায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠান হয়েছে। মামলার বাদি উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মিজানুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মন্তব্য করুন