ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

চুরি করতে গিয়ে দেয়ালচাপায় কিশোর নিহত

রাজধানীর আফতাবনগরে চুরি করতে গিয়ে দেয়ালচাপায় মো. রমজান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গতকাল সোমবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আফতাবনগরের ১১ নম্বর রোডের বি ব্লকের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

দেয়ালচাপায় গুরুতর আহত অবস্থায় রমজানকে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নিহত রমজান শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে ঢাকার খিলগাঁওয়ের মৌলভীরটেক এলাকায় বসবাস করতো।

রমজানের খালা ফাতেমা বেগম বলেন,  এত রাতে সে কী কারণে সেখানে গিয়েছিল, তা শুরুতে জানতাম না। পরে জানতে পারি সে চুরি করতে গিয়েছিল এবং দেয়ালচাপায় আহত হয়ে মারা গেছে।

আরও পড়ুন

তবে রমজানের মা হেনা বেগম ঢামেকে এসে দাবি করেন, তার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যায়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে আফতাবনগরের ১১ নম্বর রোডের বি ব্লকের এক নম্বর প্লটে নির্মাণাধীন ভবনে রড চুরি করতে যায় রমজানসহ আরও কয়েকজন। দেয়াল বেয়ে ওঠার সময় একটি দেয়াল ধসে পড়ে তার ওপর। এতে সে গুরুতর আহত হয়। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রথমে নিহতের স্বজনরা এটি সড়ক দুর্ঘটনা বলে দাবি করলেও তদন্তে বেরিয়ে আসে, সে চুরি করতে গিয়ে দেয়ালচাপায় মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

বগুড়ায় ১১শ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

যে কারণে বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে মানুষ

বগুড়ার শেরপুরে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৬ জন গ্রেফতার

জুলাই স্মৃতি স্তম্ভ বানাতে’ ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

ফেইসবুকে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় শাজাহানপুরে ৭ আইডি‘র বিরুদ্ধে জিডি