দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ওষুধ বিক্রেতার জরিমানা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালাতে শাহিনুর ইসলাম (২৮) নামে এক ওষুধ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে উপজেলার জগন্নাথপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
উপজেলা সদরের একটি মার্কেটে তার ওষুধ বিক্রির দোকান রয়েছে। ওই দোকানে আজ বুধবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি করার অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দিনাজপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন