ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

টি-টোয়েন্টি সিরিজের আগে নিজের ফর্মহীনতা নিয়ে যা বললেন লিটন

টি-টোয়েন্টি সিরিজের আগে নিজের ফর্মহীনতা নিয়ে যা বললেন লিটন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে টেস্টের পর ওয়াডেতেও ব্যর্থ বাংলাদেশ। টাইগারদের সামনে এখন টি-টোয়েন্টি সিরিজ। আজ বৃহ্স্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে গতকাল বুধবার দলের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

সংবাদ সম্মেলনে বহুদিন পর পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের টি-টোয়েন্টি দলে ফেরা ও লিটনের ফর্মহীনতা নিয়ে প্রশ্ন ওঠে। সাংবাদিকদের সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক লিটন। সাইফউদ্দিনকে দলে ফেরানের বিষয়ে লিটন বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল। যদিও আমরা চেষ্টা করছি সাকিবকে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রমাণ করার এবং সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে।’ তিনি আরও বলেন, ‘সাইফউদ্দিনও ওই ধরনের খেলোয়াড়। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং-বোলিং দুটোই লাগে। তাই আমার মনে হয় আমরা নির্বাচকদের প্যানেল থেকে বা আমরা দল থেকে চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি সে কী করতে পারে।’

লিটনের ফর্ম নিয়ে নানান ধরনের সমালোচনা হচ্ছে। তাকে দলে নিলে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় ক্রিকেট ভক্তদের। প্রথম ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের কারণে বাকি দুই ম্যাচে লিটনকে একাদশে রাখা হয়নি। এমনকি টি-টোয়েন্টিতেও ভালো ছন্দে নেই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। নিজের ফর্মহীনতা নিয়ে লিটন বলেন, ‘যেকোনো জায়গায় খেললে চেষ্টা করি নিজের শতভাগ দেওয়ার। আমি চেষ্টাই করতে পারবো। এটি আমি আগেও বলেছি। আমি যেমন অনুশীলনে চেষ্টা করি, তেমন মাঠেও চেষ্টা করি। কিন্তু অনেক সময় ব্যর্থতা চলে আসে। সফলতা খুব একটা আসে না। এটি জীবনেরই অংশ। অনেক খেলোয়াড় আছেন, যারা এক দেড় বছর সফল হয়েছে, তারপর ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হচ্ছে, এটা জানা গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি, সমস্যা খুঁজে বের করে কীভাবে সেখান থেকে বের হয়ে আসতে পারি।’

আরও পড়ুন

ওয়ানডে একাদশ থেকে বাদ পড়া নিয়ে লিটন বলেন, ‘ওয়ানডেতে ভালো করতে পারিনি বলে বেঞ্চে বসে ছিলাম। ওই সময়টায় যতটুকু সম্ভব টি-টোয়েন্টির জন্য অনুশীলন করেছি। চেষ্টা করবো মাঠে কাজে লাগানোর।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

বগুড়ার শিবগঞ্জে আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের চার বছর কারাদন্ড

পটুয়াখালীর ৪ প্রতিষ্ঠানের সবাই ফেল, মোবাইল বন্ধ প্রধান শিক্ষকদের