ঘামে গলে গলে পড়বে না মেকআপ, মেনে চলুন এই সহজ ট্রিক
_original_1752148024.jpg)
লাইফস্টাইল ডেস্ক : প্রচণ্ড গরমে মেকআপ ঠিক রাখা অনেক কঠিন হয়ে পড়ে। ঘাম আর তীব্র তাপের কারণে মেকআপ গলে যায়, ত্বক তেলতেলে দেখায় এবং লুক নষ্ট হয়ে যায়। তবে সঠিক কৌশল ও উপযুক্ত প্রসাধনী ব্যবহার করলে গরমেও মেকআপ দীর্ঘক্ষণ সুন্দর রাখা সম্ভব। চলুন, রূপবিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জেনে নেওয়া যাক কিছু কার্যকরী টিপস।
১. ত্বক প্রস্তুত করুন
মেকআপ টেকসই করতে প্রথমেই ত্বক ভালোভাবে পরিষ্কার করুন। মেকআপ করার আগে মুখ ধুয়ে অয়েল-ফ্রি ফেসওয়াশ ব্যবহার করুন। এরপর অ্যালকোহলমুক্ত টোনার দিয়ে মুখ মুছে নিন, যা ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করবে। এরপর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যা ত্বককে আর্দ্র রাখবে কিন্তু অতিরিক্ত তেল উৎপন্ন করবে না।
২. ত্বকের ধরন অনুযায়ী প্রাইমার ব্যবহার করুন
গরমে মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রাইমার ব্যবহার করা জরুরি। যাদের তৈলাক্ত ত্বক, তারা ম্যাটিফাইং প্রাইমার বেছে নিন। আর যাদের শুষ্ক ত্বক, তারা হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করতে পারেন। ভালো মানের প্রাইমার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে এবং মেকআপ গলে যাওয়ার ঝুঁকি কমাবে।
৩. লাইটওয়েট ফাউন্ডেশন বেছে নিন
গরমে ভারী ফাউন্ডেশন ব্যবহার করলে তা ঘামে গলে যেতে পারে। তাই ওয়াটারপ্রুফ, অয়েল-ফ্রি ও লাইটওয়েট ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন। মেকআপ দীর্ঘস্থায়ী করতে বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করুন।
৪. সেটিং পাউডার ও ব্লটিং পেপার ব্যবহার করুন
মেকআপ সেট করতে ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার ব্যবহার করুন। এটি ত্বকের তেল নিয়ন্ত্রণ করে মেকআপ দীর্ঘস্থায়ী করে। যাদের ত্বক অতিরিক্ত তেলতেলে হয়, তারা ব্যাগে ব্লটিং পেপার রাখুন। এটি মুখের অতিরিক্ত তেল শুষে নেয় এবং মেকআপ নষ্ট না করেই ফ্রেশ লুক ধরে রাখে।
আরও পড়ুন৫. আই মেকআপে ওয়াটারপ্রুফ প্রসাধনী বেছে নিন
গরমে সাধারণ কাজল বা মাসকারা খুব দ্রুত গলে যেতে পারে, তাই ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করুন। আইশ্যাডোর ক্ষেত্রে ক্রিম-বেসড আইশ্যাডো ব্যবহার করলে তা দীর্ঘক্ষণ স্থায়ী থাকবে।
৬. লিপস্টিকের স্থায়িত্ব বাড়ানোর কৌশল
গরমে লিপস্টিক অনেক সময় মুছে যায় বা ফিকে হয়ে যায়। তাই লিপস্টিকের আগে লিপলাইনার ব্যবহার করুন, এরপর ম্যাট লিপস্টিক বা লিপ টিন্ট লাগান। এতে লিপস্টিক দীর্ঘক্ষণ স্থায়ী থাকবে।
৭. সেটিং স্প্রে ব্যবহার করুন
মেকআপ দীর্ঘস্থায়ী করতে ফিনিশিং হিসেবে ওয়াটারপ্রুফ সেটিং স্প্রে ব্যবহার করুন। এটি মেকআপকে ঠিক রাখবে এবং গরমেও ত্বক ফ্রেশ দেখাবে।
৮. পর্যাপ্ত পানি পান করুন ও হালকা মেকআপ করুন
গরমে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে প্রচুর পানি পান করা জরুরি। এছাড়া ভারী মেকআপের পরিবর্তে ন্যাচারাল ও মিনিমাল লুক বেছে নিন, যা কম পরিশ্রমে আপনাকে সতেজ দেখাবে।
এই সহজ কিন্তু কার্যকরী টিপস অনুসরণ করলে গরমেও মেকআপ দীর্ঘস্থায়ী হবে এবং আপনাকে সারাদিন ফ্রেশ ও আত্মবিশ্বাসী দেখাবে। তাই গরমের দিনে চিন্তা না করে মেকআপ করুন আর উপভোগ করুন আপনার পারফেক্ট লুক!
মন্তব্য করুন