বগুড়ার শিবগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারীসহ চারজন গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারীসহ চারজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার শিশু পার্ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো-শিবগঞ্জ উপজেলার রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সাথী আক্তার (৩৫) ও কাজিতলা এলাকার আব্দুল আলিম (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা শিশুপার্ক এলাকায় একটি ভাড়া বাাড়িতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলো। গোপন সংবাদেরভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় তাদের গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
মন্তব্য করুন