৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও হয়নি মামলা
বগুড়ার দুপচাঁচিয়ায় হাত-পা বেঁধে হত্যার শিকার শ্বশুর ও পুত্রবধূর দাফন সম্পন্ন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মিমন্ডপ পূর্বপাড়ায় হাত-পা বেঁধে হত্যার শিকার শ্বশুর অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলের স্ত্রী রিভা আক্তারের (৩০) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ জোহর লক্ষ্মিমন্ডপ গ্রামের ঈদগাঁহের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এদিকে এই হত্যাকান্ডের প্রায় ৩৬ ঘন্টা পার হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। লোমহর্ষক এবং চাঞ্চল্যকর এই জোড়া খুনের পর গ্রামের সাধারণ মানুষের মাঝে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এই হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশের জানাজা ও দাফনের কারণে মামলা দায়েরে কিছুটা বিলম্ব ঘটেছে। তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে। বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যগুলো চুলচেড়া বিশ্লেষণ করে তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত আসামিকে শনাক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা মাঠে কাজও করছে। স্বল্প সময়ে ক্লুলেছ এই হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করে প্রকৃত হত্যাকারীকে গ্রেফতারের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে সক্ষম হবেন বলেও জানান তিনি।
আরও পড়ুনউল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মিমন্ডপ পূর্বপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব হোসেনের বাড়িতে তাকেসহ তার পুত্রবধূ রিভাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়।
মন্তব্য করুন