ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও হয়নি মামলা

বগুড়ার দুপচাঁচিয়ায় হাত-পা বেঁধে হত্যার শিকার শ্বশুর ও পুত্রবধূর দাফন সম্পন্ন 

বগুড়ার দুপচাঁচিয়ায় হাত-পা বেঁধে হত্যার শিকার শ্বশুর ও পুত্রবধূর দাফন সম্পন্ন , প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মিমন্ডপ পূর্বপাড়ায় হাত-পা বেঁধে হত্যার শিকার শ্বশুর অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলের স্ত্রী রিভা আক্তারের (৩০) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ জোহর লক্ষ্মিমন্ডপ গ্রামের ঈদগাঁহের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এদিকে এই হত্যাকান্ডের প্রায় ৩৬ ঘন্টা পার হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। লোমহর্ষক এবং চাঞ্চল্যকর এই জোড়া খুনের পর গ্রামের সাধারণ মানুষের মাঝে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এই হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশের জানাজা ও দাফনের কারণে মামলা দায়েরে কিছুটা বিলম্ব ঘটেছে। তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে। বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যগুলো চুলচেড়া বিশ্লেষণ করে তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত আসামিকে শনাক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা মাঠে কাজও করছে। স্বল্প সময়ে ক্লুলেছ এই হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করে প্রকৃত হত্যাকারীকে গ্রেফতারের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে সক্ষম হবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মিমন্ডপ পূর্বপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব হোসেনের বাড়িতে তাকেসহ তার পুত্রবধূ রিভাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করবো :পূর্ণিমা

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু