ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরে ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত। প্রতীকী ছবি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মামুন মিয়া (৩০) নামের এক ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ফুয়াদ মিয়া (৫০) নামের বড় ভাই নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই। গত শুক্রবার বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার ফুয়াদ মিয়া মীরপুর গ্রামের আফজাল মাষ্টারের ছেলে ও খুনি মামুন মিয়া একই গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মিয়া ও তার সহোদর ভাই আল আমিন মিয়ার মধ্যে বন্ধকী কচুক্ষেত নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। এই ঝামেলা থামানোর জন্য ফুয়াদ মিয়া এগিয়ে গেলে মামুন মিয়া তার বুকে ছুরি বসিয়ে দেয়। এসময় সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফুয়াদ মিয়া মারা যায়।

এদিকে এই হত্যাকান্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনরা মামুনকে ঘটনাস্থলে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক মামুন ও তার ভাই আল আমিন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানায় এলাকাবাসী।

আরও পড়ুন

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ফরিদপুর ইউপি সদস্য সফিকুল ইসলাম লালচাঁন। তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে হত্যার শিকার হয়েছেন ফুয়াদ মিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দির দুটি পয়েন্টে যমুনা নদীর তীব্র ভাঙন, প্রতিরোধে পাউবো’র কাজ শুরু

শরফুদ্দৌলার সঙ্গে গিলের তর্ক : বল পরিবর্তন নিয়ে রুটের নয়া প্রস্তাব

নয়া মিশনে সুনেরাহ

শাকিব খানের দুই জনপ্রিয় গানে পারফর্ম করলেন জেবিন

বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাইগারদের ব্যর্থতায় প্রশ্নের মুখে কোচ সালাউদ্দিন