কক্সবাজার আ. লীগ অফিস এখন পৌর স্বাস্থ্যকেন্দ্র

কক্সবাজার জেলা আওয়ামী লীগ অফিস এখন কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য সেবা কেন্দ্র। পৌর পরিষদের এক সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে জেলা আওয়ামী লীগ অফিস ভবনের সামনে ও পেছনে স্বাস্থ্যসেবার সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।
জানা যায়, শহরের লালদীঘির পূর্বপাড়ে জেলা আওয়ামী লীগসহ কয়েকটি দলের পাকা অফিস ভবনটির অবস্থান। লালদীঘির পাড়ের দক্ষিণ পাড়ে পৌর কর্তৃপক্ষের জমিতে এক সময় অফিসটি ছিল।
২০২১ সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ পৌরসভার তিনটি পুকুর সংস্কার করে পৌরসভার কাছে তিনটি বুঝিয়ে দেয়। সে সময় লালদীঘি পাড়ের একটি মসজিদ, জেলা আওয়ামী লীগসহ আরও কয়েকটি দলের অফিস ভবন নির্মাণ করে দিয়েছিল।
আরও পড়ুন৫ আগস্ট সরকার পরিবর্তনের দিন জেলা আওয়ামী লীগের অফিসটির যাবতীয় আসবাব ও দরজা-জানালা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এটি। এ সুযোগে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় ভবনটি। একই ভবনের দ্বিতীয় তলায় জাসদ, জাতীয় পার্টি ও কমিউনিস্ট পার্টির অফিস ছিল।
কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক আজাদ জানান, বর্তমানে পৌরসভা ভবনটিতে এমনিতেই স্থান সংকট রয়েছে। জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত ভবনটিতে পৌরসভাবাসীর স্বাস্থ্যসেবাবিষয়ক যাবতীয় কাজ করা সহজ হবে। এতে পৌরবাসীও উপকৃত হবে।
মন্তব্য করুন