ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

যুবকের জামা-জুতাও খুলে নিয়ে গেছে ছিনতাইকারীরা

যুবকের জামা-জুতাও খুলে নিয়ে গেছে ছিনতাইকারীরা

এবার রাজধানীর শ্যামলী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, অস্ত্রের মুখে ভুক্তভোগীর কাঁধের ব্যাগ, মোবাইল ফোন, মানিব্যাগ নেওয়ার পর পোশাক ও জুতা জোড়াও খুলে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

গতকাল শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে শ্যামলী এলাকার ২ নম্বর রোডে অবস্থিত কাজি অফিসের সামনে এই ঘটনা ঘটেছে।

ছিনতাইয়ের দৃশ্য ঘটনাস্থলের পাশের সিসিক্যামেরার ফুটেজে ধরা পড়ে। ভিডিও দেখার পর শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থল শনাক্ত এবং ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরার বাসা খুঁজে বের করে। এর আগে ভুক্তভোগী নিজে থেকে থানায় যোগাযোগ করেননি।

ভিডিওতে দেখা যায়, এক যুবক ছাতা মাথায় দিয়ে সড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন আসে। মোটরসাইকেল থেকে একজন নেমে পড়ে, বাকিরা সামনে গিয়ে পথরোধ করে।  এ সময় মাথায় হেলমেট পরা এক তরুণ হাতে থাকা চাপাতি দিয়ে যুবককে আঘাত করতে উদ্যত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলে থাকা আরেকজন চাপাতি নিয়ে এসে তরুণের সঙ্গে যোগ দেয়।

ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারীদের একজন ছিল খালি গায়ে এবং বাকি দুজন হেলমেট পরিহিত। ছিনতাইকারীরা প্রথমে যুবকের হাতে থাকা ছাতাটি কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয়। এরপর তার কাঁধে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। এরই মধ্যে তাদের মোটরসাইকেলটি ঘুরিয়ে এনে সেখানে দাঁড়ায় চালক।

আরও পড়ুন

ভিডিতে আরও দেখা যায়, চাপাতি দিয়ে আঘাতের ভয় দেখিয়ে যুবকের টি-শার্ট খুলতে বলে তারা। সেটি খোলার পর প্যান্টের পকেটসহ তার শরীর তল্লাশি করা হয়। ৪০ সেকেন্ডের মধ্যে ছিনতাইকারীরা ভুক্তভোগীর টাকাপয়সা, মোবাইল ফোন, শরীরের জামা ও পায়ের জুতা খুলে নিয়ে দ্রুত পালিয়ে যায় একই মোটরসাইকেলে।

আজ শনিবার শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি।

ইমাউল হক বলেন, “যুবকের বাসা শ্যামলী দুই নম্বর সড়কে। ওই রোডেই শুক্রবার ভোরে তিনি ছিনতাইয়ের শিকার হন। তার বাসায় যোগাযোগ করা হয়েছে। তাকে থানায় আসতে বলা হয়েছে। তিনি থানায় এলে মামলা নেওয়া হবে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্তের কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বগুড়ার সোনাতলায় কৃষকলীগ নেতা মতিন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে কাঁচামরিচ চাষিদের মারপিটে আড়ৎ ম্যানেজার আহত, দাম নিয়ে হট্টগোল