ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কর্মশালা’

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কর্মশালা, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস) আয়োজনে দুই শতাধিক গবেষণাপ্রেমী শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কর্মশালা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ শিক্ষক ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এ কর্মশালার আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মশালায় অনুষ্ঠিত হয় ছয়টি বিশেষায়িত সেশন—লাইব্রেরি, শিক্ষণ ও তথ্য; প্রেস ও পাবলিকেশন্স; জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা; গ্রাফিক ডিজাইন; ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মানবসম্পদ উন্নয়ন।

কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। গবেষণা সংসদের সভাপতি ফাহিম হাসান মাহদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিইউআরএসের মডারেটর ড. মুহাম্মদ মনজুরুল করিম, কারাসের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক জহির রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের সৎ, মানবিক এবং চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে ওঠা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণাভিত্তিক কার্যক্রমে বরাবরই আগ্রহী এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সার্বিক সহায়তা করবে।” তিনি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিভিন্ন জার্নাল ও গবেষণা ইনস্টিটিউটে ছাত্র-শিক্ষক যৌথ অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

অধ্যাপক ড. মনজুরুল করিম তার বক্তব্যে শিক্ষার্থীদের গবেষণামুখী হতে উৎসাহ দেন এবং পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশনার গুরুত্ব ও প্রিডেটরি জার্নালের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রতিটি বিশেষায়িত সেশনে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ ও খ্যাতিমান পেশাজীবীরা অতিথি হিসেবে অংশ নেন। অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুমিত আল রশিদ, ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তাপস রঞ্জন চক্রবর্তী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের রিসার্চ সহকারী হুমায়ূন কবির ও ইরা রব্বানী।

সারাদিনব্যাপী এ কর্মশালায় শিক্ষার্থীরা গবেষণা-সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের প্রায়োগিক জ্ঞান অর্জনের সুযোগ পান, যা তাদের একাডেমিক ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল হতে পারে বিখ্যাত যে মাঠে

মিরসরাইয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বগুড়ার সারিয়াকান্দিতে এক যুবকের রহস্যজনক মৃত্যু

টাকার বিনিময়ে কনে দেখাতে না পারায় প্রাণ গেল ঘটকের

মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার অভিযোগ, নিহত ১৯

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা