মাঝপথে বদলালো ভেন্যু, বাংলাদেশ-ভুটান ম্যাচের দ্বিতীয়ার্ধ আরেক মাঠে
_original_1752582960.jpg)
স্পোর্টস ডেস্কঃ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো চলমান সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের ভেন্যু মাঝপথেই বদলে যাওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা কিংস অ্যারেনা থেকে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে স্থানান্তরিত হয়। বৃষ্টির কারণে মূল মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকেই ঢাকায় দফায় দফায় বৃষ্টি হচ্ছিল, যার ফলে কিংস অ্যারেনার মাঠে পানি জমে কর্দমাক্ত অবস্থা তৈরি হয়। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হলেও খেলোয়াড়দের জন্য এমন কন্ডিশনে খেলা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল, ষষ্ঠ মিনিটে শান্তি মার্ডি স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলকিপার আটকালেও নিয়ন্ত্রণ করতে পারেননি, ফিরতি বলে জালে জড়ান শান্তি।
প্রথমার্ধে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কাদাচ্ছন্ন মাঠে ভারসাম্য ধরে রাখা এবং লক্ষ্যে শট নেয়া দুরূহ হয়ে পড়ে। অনেক সময় শট নেয়ার পথেই খেলোয়াড়রা পড়ে যাচ্ছিলেন, আবার কখনো শট নিলেও বল কাদা-পানিতে আটকে যাচ্ছিল।
আরও পড়ুন১৫ মিনিটের বিরতির পর বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধ শুরু করা যায়নি। ম্যাচ কমিশনার আনসার আসিফ দুই দফায় মাঠ পর্যবেক্ষণ করেন এবং গ্রাউন্ডসম্যানরা মাঠ খেলার উপযোগী করার চেষ্টা চালান।
অবশেষে বিকেল সাড়ে পাঁচটায় সিদ্ধান্ত হয় যে, ম্যাচের বাকি অংশ কিংস অ্যারেনায় নয়, বরং এর অনুশীলন মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ার্ধ কখন শুরু হবে, তা অবশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন