ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সাকিবদের হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে রংপুর রাইডার্স

সাকিবদের হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে রংপুর রাইডার্স, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর লড়াইয়ে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে হারিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। ৮ রানের জয়ে গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছে। যেখানে মিতব্যয়ী বোলিংয়ে ১ উইকেট নিলেও, রান তাড়ায় ব্যাট হাতে কিছু করতে পারলেন না সাকিব। ৪ ম্যাচে ১ জয়ের পর বিদায় নিয়েছে তার দল ক্যাপিটালস।টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল নুরুল হাসান সোহান নেতৃত্বাধীন রংপুর। বাকি দুই ম্যাচে তাদের এক জয়ই যথেষ্ট ছিল। তৃতীয় ম্যাচেই সেটি নিশ্চিত করল রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে তারা দুবাই ক্যাপিটালসকে ৫ উইকেটে ১৫৯ রানের লক্ষ্য দেয়। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার হলেও, কোনো রান না তুলতেই ১৫০–এ বাকি উইকেট হারিয়ে ক্যাপিটালসের ইনিংস থামে।

ম্যাচে রংপুরের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় মাত্র ৩ রানেই তারা ওপেনার ইব্রাহীম জাদরানের উইকেট হারায়। এরপর কাইল মায়ার্স ফেরেন ১১ বলে ১৯ রান করে। সৌম্য সরকার আউট হয়েছেন সাকিবের বলে। যদিও জাতীয় দলের সতীর্থের ওভারটিতে তিনি এর আগে একটি ছয় হাঁকিয়েছেন। পরে বাঁহাতি এই ওপেনার ক্যাচ আউট হয়েছেন ২৮ বলে ৪ ছক্কায় ৩৬ রান করে। মাঝে মাহিদুল ইসলাম অঙ্কন ও আজমতউল্লাহ ওমরজাইরা দ্রুত আউট হয়ে গেলে বড় স্কোরের শঙ্কায় পড়ে রংপুর।অধিনায়ক সোহান অবশ্য সাত নম্বরে নেমে ইনিংসের শেষ দুই বলে দুই ছক্কায় দলীয় পুঁজি দেড়শ পার করেন। ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন

তার সঙ্গে ৫৪ রানের জুটি গড়া ইফতিখার আহমেদ ৩২ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন। ক্যাপিটালসের পক্ষে মাত্র ১৬ রান খরচায় এক উইকেট শিকার করেন সাকিব। এ ছাড়া আরও চার বোলার নেন একটি করে উইকেট। লক্ষ্য তাড়ায় সেদিকউল্লাহ অটল ছাড়া দুবাই ক্যাপিটালসের পক্ষে আর কেউ ত্রিশের অঙ্কও ছুঁতে পারেননি। এই আফগান ওপেনার ৩১ বলে ৩৮ রান করেন। এ ছাড়া সঞ্জয় কৃষ্ণমূর্তি ২৭ এবং ডমিনিক ড্রেকস করেন ২২ রান। ৭ বল খেলে সাকিব মাত্র ৩ রান করে আউট হয়ে যান। এই আসরে ক্যাপিটালসের প্রথম ম্যাচে ৩৭ বলে ৫৮ রান ছাড়া পরের তিন ম্যাচেই অবশ্য ব্যর্থ সাকিবের ব্যাট। সর্বশেষ ১০ ম্যাচে কেবল দু’বার তিনি দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন।

এদিকে, গ্লোবাল সুপার লিগের ফাইনাল নিশ্চিত করা রংপুরের পক্ষে ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন সাইফ হাসান। এ ছাড়া খালেদ আহমেদ নেন ২ উইকেট। ফাইনালের আগে প্রাথমিক পর্বে আজ (বৃহস্পতিবার) রংপুর রাইডার্স শেষ ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিকসের মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায়  চাচা হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন

একটা সময় সারা রাত জেগে থাকতেন ক্যাটরিনা, কেনো?

ফুটসাল ট্রায়াল, বাংলাদেশে আসছেন বিদেশি কোচ

‘কাকন বাহিনী’র আস্তানায় সেনাবাহিনীর  অভিযানে অস্ত্রসহ আটক ৩

গানে নাচে উপস্থাপনায় মুগ্ধতা ছড়িয়ে দেশে ফিরলেন মৌসুমী, তানহা, স্বর্ণলতা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণ’