পাবনার চাটমোহরে যুবদল নেতার আত্মহত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন যুবদল নেতা রকিবুল ইসলাম মিলু (৪৫)। গত মঙ্গলবার দিবাগত রাতের কোন একসময় বাড়ির সিঁড়িঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তিনি চাটমোহর পৌরসভার নারিকেলপাড়া মহল্লার মৃত জামাল প্রামাণিকের ছেলে।
জানা যায়, মিলু পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, চাটমোহর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
আরও পড়ুনচাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন