ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

১৩৩ রানে অলআউট বাংলাদেশ

১৩৩ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে শেখ মেহেদি ও জাকের আলী ৫৩ রানের জুটি গড়ে। জাকের তুলে নেন ফিফটি। তার ব্যাটে পাকিস্তানের বিপক্ষে ইনিংসের শেষ বলে ১৩৩ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ।

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে শুরু করা ম্যাচে একাদশে দুই পরিবর্তন আনে বাংলাদেশ। তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে ওপেনিংয়ে খেলানো হয় নাঈম শেখকে। শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে জাকের আলী না থাকায় চারে ব্যাটিং করে ত্রিশ ছাড়ানো রান করেছিলেন তিনি। এবার নিয়মিত ব্যাটিং অর্ডার ওপেনিংয়ে ফিরে ব্যর্থ হন (৩)।

 

রান পাননি অধিনায়ক লিটন দাসও (৮)। পরেই শূন্য করে রান আউট হন তাওহীদ হৃদয়। ২৫ রানে তিন উইকেট হারানো দলকে ভরসা দিতে পারেননি ওপেনার ইমনও। তিনি ফিরে যান ১৪ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রান করে। সেখান থেকে দলের হাল ধরেন জাকের আলী ও শেখ মেহেদি। তারা ৫৩ রানের জুটি গড়েন।

আরও পড়ুন

মেহেদি ফিরে যান ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে দুটি করে চার ও ছক্কা আসে। পরেই শামীম পাটোয়ারি (১) প্লেড অন হলে ভালো রানের আশায় ধাক্কা খায় স্বাগতিকরা। তবে জাকের কিছুটা ওই ক্ষতি পূরণ করে দেন। তিনি ইনিংসের শেষ বলে ক্যাচ হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছক্কা ছিল পাঁচটি। চার মেরেছেন একটি। এছাড়া তানজিম ৭ ও রিশাদ হোসেন ৮ রান যোগ করেন।

পাকিস্তানের হয়ে দুই পেসার সালমান মির্জা ও অভিষিক্ত দানিয়াল আহমেদ দারুণ বোলিং করেছেন। সালমান ৪ ওভারে ১৭ রান দিয়ে ২টি এবং দানিয়াল ২৩ রান দিয়ে নেন ২ উইকেট। পেসার আব্বাস আফ্রিদি ৪ ওভারে ৩৭ রান খরচায় ২ উইকেট নেন। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ নিয়েছেন একটি করে উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন