ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর জানাযা সম্পন্ন

মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর জানাযা সম্পন্ন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষিকা বিমান দুর্ঘটনায় ২০জন ছাত্রের প্রাণ বাঁচিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়া নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বগুলাগাড়ী চৌধুরী পরিবারের সন্তান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ভাতিজি মাহরিন চৌধুরীর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাযায় শোকার্ত মানুষ তাকে শেষ বিদায় জানান। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা থেকে সোয়া ৩টায় তার মরদেহ আসার পর তাকে এক নজর দেখতে তার বাবার বাড়িতে ভিড় করেন সাধারণ মানুষ।

এদিকে জানাজা শুরুর আগে তার স্বামী মনসুর উপস্থিত শোকার্ত মানুষের উদ্দেশ্যে বলেন, তার স্ত্রী এই এলাকার শিক্ষা বিস্তারে কাজ করছিলেন এবং বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হয়েছিলেন। তার জন্য দোয়া প্রত্যাশা করে তিনি আরও বলেন,  আমার স্ত্রী আপনাদের অনেক ভালোবাসতেন। আজকের এই উপস্থিতি তারই প্রমাণ। আমার এই দুর্দিনে আমার পরিবারের পাশে যারা আছেন সকলের কাছে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, মাহরীন চৌধুরী একজন আলোকিত মানুষ ছিলেন। কারো প্রতি কখনো অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি। শিক্ষা বিস্তারে তিনি কাজ করছিলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইকুয়েডর ম্যাচে নতুন একাদশে মাঠে নামবে আর্জেন্টিনা!

পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন ট্রাম্প : জেলেনস্কি

বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাইয়ের ধর্ষণের শিকার স্কুলছাত্রী

আফগানদের বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস