ভিডিও বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ত্বকের যত্নে মধু

ত্বকের যত্নে মধু

লাইফস্টাইল ডেস্ক : বহুকাল আগে থেকেই মুখ, চুল ও শরীরের যত্নে মধুর ব্যবহার হয়ে আসছে। শীত মৌসুমে অতিরিক্ত ঠাণ্ডার হাত থেকে বাঁচার জন্য মধু খাওয়া হয়। এ ছাড়া রূপচর্চায় মধু যথেষ্ট উপকারী। মধু একটি প্রাকৃতিক উপাদান।

এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ত্বক নরম রাখতে সাহায্য করে। এ ছাড়া বলিরেখা ও কালচে ভাব দূর করতেও মধু অতুলনীয়। ব্রণের জীবাণু ধ্বংস করতেও মধু বেশ কার্যকর।

চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে মধুর কয়েকটি ব্যবহার

১. প্রাকৃতিক এক্সফোলিয়েটর
মধু খুব ভালো এক্সফোলিয়েটর। প্রথমে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর ত্বকে পাতলা করে মধুর প্রলেপ দিন। ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহারে ভালো ফল পাওয়া যেতে পারে বলে মত দেন বিশেষজ্ঞরা।

২. ত্বকের দাগ দূর করতে
মধু ত্বকের ব্রণ দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। ত্বকের দাগ দূর করতে মধু সহায়তা করে। মধুর আরামদায়ক ক্ষমতা দ্রুত ত্বকের ক্ষতি সারিয়ে নিতে পারে।

৩. বয়সের ছাপ দূর করার জন্য
বলিরেখা দূর করতে মধু সাহায্য করে। মধুর সঙ্গে দুধ বা দই মিশিয়ে একটি মিশ্রণ বানান। সেটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।

আরও পড়ুন

৪. উজ্জ্বল ত্বক পেতে
তিন চামচ গোলাপজলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে মুখে ব্যবহার করুন। ১৫ মিনিট অপেক্ষা করার পর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। ত্বকে উজ্জ্বলতা ফিরে আসবে।

ত্বকে মধু ব্যবহারের পর অবশ্যই মুখ ঠিকমতো ধুয়ে পরিষ্কার করতে হবে। কারণ লোমকূপে মধু আটকে থাকলে তা থেকে ব্রণ দেখা দিতে পারে। তা ছাড়া অ্যালার্জির সমস্যা থাকলে মধুর ব্যবহার বেশ সমস্যা সৃষ্টি করতে পারে। তাই ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নওগাঁর খোলা বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস গাছের চারা

দিনাজপুরের নবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা শাহ আলম গ্রেফতার

পঞ্চগড়ের বোদার শহীদুল গোখরা সাপের বাচ্চা ফোটায়ে ছাড়লেন জঙ্গলে

বগুড়ায় আনারুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বগুড়া শহরে আগুনে পুড়ে নারীর মৃত্যু