ভিডিও বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

বাবার বাড়ি থেকে মিষ্টি কম দেওয়ায় গৃহবধুকে হত্যা, পলাতক রয়েছে শ্বশুরবাড়ির সবাই

বাবার বাড়ি থেকে মিষ্টি কম দেওয়ায় গৃহবধুকে হত্যা, পলাতক রয়েছে শ্বশুরবাড়ির সবাই

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের শহীদপুর গ্রামে কল্পনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

কল্পনার পরিবারের দাবি, সম্প্রতি তার সন্তান হওয়ার পর বাবার বাড়ি থেকে মিষ্টি কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে কল্পনার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে মনু মিয়ার বাড়ির ওমান প্রবাসী মো. রোমানের স্ত্রী কল্পনা আক্তারকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতের ভাই আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, "৮ দিন আগে কল্পনার একটি কন্যা সন্তান হয়েছে। সেজন্য গত মঙ্গলবার (২২ জুলাই) বাড়ি থেকে লোকজন তাকে দেখতে যায়। এ সময় মিষ্টিসহ বিভিন্ন জিনিপত্র নিয়েছে। সেগুলো কম হওয়ায় কল্পনার শ্বশুর-শাশুড়ি তাকে বিভিন্ন কথা শোনায়। আমার ধারণা, ওই ঘটনাকে কেন্দ্র করেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে যায়।

আরও পড়ুন

আলমগীর আরও বলেন, "খবর পেয়ে আমাদের বাড়ির লোকজন গিয়ে তার মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে। তিনি জানান, প্রায় ১৬-১৭ বছর আগে পারিবারিকভাবে কল্পনা ও রোমানের বিয়ে হয়। তার স্বামী ওমান থাকার সুযোগে শ্বশুর-শাশুড়ি তাকে নানাভাবে নির্যাতন-নিপীড়ন করে আসছিলেন। ঘটনার বিষয়ে জানার জন্য চেষ্টা করেও গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম বলেন, শুনেছি গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ তার মরদেহ ফাঁস দেওয়া অবস্থায় পায়নি, ঘটনাটি তদন্ত চলছে। তার শ্বশুর বাড়ির লোকজনও আত্মগোপনে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নওগাঁর খোলা বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস গাছের চারা

দিনাজপুরের নবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা শাহ আলম গ্রেফতার

পঞ্চগড়ের বোদার শহীদুল গোখরা সাপের বাচ্চা ফোটায়ে ছাড়লেন জঙ্গলে

বগুড়ায় আনারুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বগুড়া শহরে আগুনে পুড়ে নারীর মৃত্যু