ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া আজিজুল হক কলেজের সামনে রেলগেটে গেটম্যান নিয়োগ

বগুড়া আজিজুল হক কলেজের সামনে রেলগেটে গেটম্যান নিয়োগ, ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে অরক্ষিত রেলগেটে অবশেষে দুইজন গেটম্যান নিয়োগ দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়। ফলে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার সকালে বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি কিছু নিয়ম-কানুনের কারণে গেটম্যান নিয়োগে সময় লেগেছে। তবে আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি এবং বর্তমানে দুজন গেটম্যান স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৬ জুলাই কলেজ গেটসংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তাকিম। এই মর্মান্তিক ঘটনার পর নিরাপদ রেলগেট এবং গেটম্যান নিয়োগের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। প্রথমে স্মারকলিপি দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না আসায় শিক্ষার্থীরা রাজপথে নামেন। আন্দোলনের তৃতীয় পর্যায়ে এসে তা আরও তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ও একটি কমিউটার ট্রেন বগুড়া রেলস্টেশনে এবং পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস কাহালু স্টেশনে আটকে পড়ে। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। তখন রেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে সাত দিন সময় চায়।

আরও পড়ুন

অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে গেটম্যান নিয়োগ দেওয়ায় স্বস্তি ফিরে আসে। পরে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস