ভিডিও শনিবার, ২৬ জুলাই ২০২৫

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্টলেডির বাসভবনে অভিযান

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্টলেডির বাসভবনে অভিযান

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের স্ত্রী এবং দেশটির প্রাক্তন ফার্স্টলেডি কিম কিও হি’র বাসভবনে অভিযান চালিয়েছে দেশটির দুর্নীতি দমন সংস্থা।

আজ শুক্রবার  (২৫ জুলাই) স্থানীয় সময় সকালে রাজধানী সিউলে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে।

এক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্নীতি দমন সংস্থার বিশেষ উপদেষ্টা মিন জুং কি-এর নেতৃত্ব সাবেক ফার্স্টলেডির ব্যক্তিগত বাসভবন এবং ব্যবসায়িক সংস্থা কোভানা কন্টেন্টস-এর দপ্তরে আজ অভিযান চালিয়েছে সংস্থার একটি টিম। কিম কিও হি কোভানা কন্টেন্টেসের মালিক এবং একসময় শীর্ষ নির্বাহী ছিলেন। গত ৪ এপ্রিল সর্বোচ্চ আদালত ইউন সুক ইয়োলকে পদচ্যুত ঘোষণা করার আগ পর্যন্ত কোভানা কন্টেন্টসের শীর্ষ নির্বাহী পদে ছিলেন কিম কিও হি।

দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার বিশেষ উপদেষ্টা মিন জং কি বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন কম্বোডিয়া এবং মঙ্গোলিয়ায় দক্ষিণ কোরিয়ার চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে প্রভাব বিস্তারের  অনুমতির বিনিময়ে দামি উপহার ও নগদ ১৫০ কোটি ডলার নিয়েছিলেন কিম কিও হি।

আরও পড়ুন

সরকারের মধ্যে ও পার্লামেন্টে উত্তর কোরিয়ার এজেন্ট রয়েছে—গত বছর ৩ ডিসেম্বর দেশজুড়ে সামরিক শাসন জারি করেছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। কিন্তু এই পদক্ষেপ নেওয়ার পরপরই পার্লামেন্টের এমপিদের তীব্র সমালোচনা ও ভর্ৎসনার মধ্যে পড়েন তিনি।

এর জেরে কয়েক ঘণ্টা পর আদেশ প্রত্যাহার করে নেন ইয়োল, কিন্তু তাতে বিপর্যয় এড়ানো সম্ভব হয়নি। গত ১৪ ডিসেম্বর তাকে প্রেসিডেন্টের যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে গত ৪ এপ্রিল দেশটির সাংবিধানিক আদালত তাকে প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি দেন। বর্তমানে দক্ষিণ কোরিয়ার একটি বন্দিশালায় আছেন ইয়োল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

কুয়েটের উপাচার্য হলেন বুয়েটের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী

আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি 

নিষিদ্ধ হয়ে খুব হতাশ মেসি

বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ

তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয় ডিবি