ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তপন রায় (২৪) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া নামকস্থানে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা রাণীশংকৈল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তপন নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন নন্দুয়ার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারি। তপন রায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের তেঘোরিয়া গ্রামের রনজিৎ রায়ের ছেলে। এছাড়া আহত শ্রী ফুল (২৫) একই উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের জুলস রায়ের ছেলে।
আরও পড়ুনতারা দুজনেই কাঠ শ্রমিকের কাজ করতেন। অন্যজন আব্দুল আলীম (২২) পার্শ্ববর্তী হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামদের ছেলে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. আরশেদুল হক জানান, সড়ক দুর্ঘটনায় একটি ইউডি মামলা হবে। তবে অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন