ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

অসহনীয় লোডশেডিংয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে জনজীবন দুর্বিষহ

অসহনীয় লোডশেডিংয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে জনজীবন দুর্বিষহ। প্রতীকী ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে চলছে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। আবহাওয়া সামান্য খারাপ হলেই থাকছেনা দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ। এমনকি আবহাওয়া খারাপ না থাকলেও চলছে এই লোডশেডিং।

মাঝে মাঝে বৈরী আবহাওয়ায় একদিকে যেমন জনজীবন স্থবির, সাথে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এর কারণে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম। বর্তমানে প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠানই কোনো না কোনো ভাবে বিদ্যুতের উপর নির্ভরশীল। বিদ্যুৎ নির্ভর এসব ব্যবসায়ীদের আজ মাথায় হাত। বিশেষ করে, মিল চাতাল আর বাজারের কম্পিউটার ফটোকপি ব্যবসা বলা চলে বন্ধ প্রায়।

বর্তমানে সাধারণ জনগণ সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা হলো মোবাইল নেটওয়ার্ক। টানা লোডশেডিং এর কারণে মোবাইল নেটওয়ার্ক থাকছেনা। যা বর্তমানে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে খুব সমস্যা সৃষ্টি করছে। বিশেষ করে, ধান চাল ব্যবসায়ীরা শুধুমাত্র মোবাইলে যোগাযোগ করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য আদান প্রদান করে থাকেন।

পাশাপাশি দুর্বিষহ দিন কাটছে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান চালকদের। সাধারণত সারাদিন বিভিন্ন এলাকায় ভাড়া খেটে রাতের বেলা এসমস্ত ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান গুলো বিদ্যুতের লাইনে চার্জ দেওয়া হয়।

উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের অটোরিকশা চালক সারোয়ার হোসেন বলেন, কয়েকদিন ধরে রাতে টানা বৃষ্টির কারণে সারা রাত বিদ্যুৎ থাকেনা। আর এখন দেখছি আবহাওয়া খারাপ না থাকলেও বিদ্যুৎ থাকছেনা। অটোতে ঠিকমত চার্জ দিতে পারিনা।

আরও পড়ুন

উপজেলার একাধিক কম্পিউটার ফটোকপি ব্যবসায়ীরা বলেন, কিছুদিন আগে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার কারণে দুপুর ১ টা পর্যন্ত দোকান বন্ধ রাখতে হয়েছিল। আবার এখন শুরু হইছে লোডশেডিং। আমরা সাধারণ ব্যবসায়ীরা যাবো কই?

উপজেলার রামেশ্বরপুর গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক আঁখিনূর আলম বলেন, ইদানিং লক্ষ্য করছি দিনে রাতে সমানতালে বিদ্যুৎ যাওয়া আসা শুরু করেছে। বর্তমানে প্রায় সব কিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল। সমস্যা জানার জন্যে রানীগঞ্জ বিদ্যুতের অফিসে ফোন দিলে ফোন না ধরে কেটে দেয়।

বিষয়টি নিয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ঘোড়াঘাট জোনাল অফিস, ডুগডুগিহাট এর ডিজিএম কামরুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার কারণে এতো বেশি লোডশেডিং।

তিনি জানান, বড়পুকুরিয়া থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হয়। তারপর আমরা সেখান থেকে সরবরাহ পাই। জাতীয় গ্রীডেই সরবরাহ কম তাই চাহিদা অনুযায়ী এই জোনে বিদ্যুৎ সরবরাহ না থাকায় লোডশেডিং হচ্ছে। কবে নাগাদ সমস্যার সমাধান হবে জানতে চাইলে ডিজিএম বলেন, বিষয়টি নিয়ে তার কোনো ধারণা নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ফেসবুক আইডি ভেরিফাইডের ব্যাপারে যা জানালেন শাবনূর

সৌদি আরবে আয়োজিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব!

গার্দিওলা-জাভির ভারতের কোচ হওয়ার আবেদন ভুয়া

বয়স বাড়া নিয়ে ভীত নয়, বরং গর্বিত হওয়া উচিত : কাজল