স্টোকসের ‘হ্যান্ডশেকের’ প্রস্তাবে যে কারণে রাজি হয়নি ভারত

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ড্রতেই থামে ইংল্যান্ড। শেষ দিনে নাটকীয় এক মুহূর্তে খেলা শেষ করতে চেয়েছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কিন্তু ভারতের দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর সেই প্রস্তাবে সাড়া দেননি, কারণ তখন তারা ছিলেন শতরানের একেবারে কাছাকাছি।
প্রথম ইনিংসে দুই ওপেনারকে দ্রুত হারিয়ে চাপে পড়ে ভারত। কিন্তু রাহুল ও গিলের ৬০ ওভারের লম্বা জুটি সেই ধাক্কা সামাল দেয়। পরে সেই জুটি ভাঙলেও ভারত ম্যাচে ফেরে জাদেজা ও ওয়াশিংটনের লড়াকু ব্যাটিংয়ে। দু’জন মিলে গড়েন অপরাজিত ২০০ রানের জুটি, যা ইংল্যান্ডের জয়ের স্বপ্ন প্রায় শেষ করে দেয়। শেষ ঘণ্টায় ভারতের স্কোরবোর্ডে তখন বড় সংগ্রহ। উইকেটে ছিলেন জাদেজা (৮৯) ও ওয়াশিংটন (৮০)। সেই অবস্থায় স্টোকস ‘হ্যান্ডশেক’-এর প্রস্তাব দেন। যার অর্থ খেলা ড্র মেনে শেষ করে দেওয়া। সাধারণত ব্যাটিং দল এমন প্রস্তাবে সম্মত হয়, তবে ভারতের দুই ব্যাটার তখন রাজি হননি। কারণ, তারা শতরানের মাইলফলকে পৌঁছাতে মরিয়া ছিলেন। ইংলিশ শিবিরে তখন অসন্তোষ দেখা দেয়। স্টোকস তাই হ্যারি ব্রুকের মতো পার্ট-টাইম বোলারকে আক্রমণে আনেন, যাতে দুই ব্যাটার দ্রুত সেঞ্চুরি তুলে নিতে পারেন। শেষ পর্যন্ত তাই-ই হয়, জাদেজা ও ওয়াশিংটন দুজনই শতক তুলে নেন। এরপর দুই দল ড্রতে সম্মত হয়।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এ নিয়ে মুখ খোলেন গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘যদি একজন ৯০ রানে ব্যাট করে আর আরেকজন ৮৫-তে থাকে, তাহলে কি তারা শতরান পাওয়ার যোগ্য নয়? তারা কি তখন মাঠ ছেড়ে চলে যেত? যদি ইংল্যান্ডের কোনো ব্যাটার ৯০ বা ৮৫ রানে থাকতেন, আর প্রথম টেস্ট শতরান করার সুযোগ থাকত, তাহলে কি আপনারা তাকে সেই সুযোগটা দিতেন না? দেখুন, এটা সম্পূর্ণ তাদের (জাদেজা ও ওয়াশিংটন) সিদ্ধান্ত। ওরা যেভাবে খেলতে চায়, সেটাই ঠিক। আমার মতে, দুজনই শতরান পাওয়ার যোগ্য ছিল এবং তারা সেটা পেয়েছে।’
আরও পড়ুনখেলা শেষে এ নিয়ে স্টোকস বলেন, ‘ভারত চাপের মধ্যে ছিল। আমরা জেতার সুযোগ পেয়েছিলাম। কিন্তু ওদের জুটি আমাদের আটকে দিল। শতরান নিঃসন্দেহে ব্যক্তিগত অর্জন, তবে কঠিন সময়ে দলকে বাঁচানোই সবচেয়ে বড় কৃতিত্ব। তোমরা দলের জন্য কী করেছ দেখো। তোমরাও জানো, ১০ রান না করলে কিছু বদলে যেত না। যে কঠিন পরিস্থিতি থেকে তোমরা সিরিজ হারের হাত থেকে দলকে বাঁচিয়েছ, তার গুরুত্ব শতরান দিয়ে মাপা যায় না।’
পাঁচ টেস্টের ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’তে ইংল্যান্ড এখন ২-১ ব্যবধানে এগিয়ে। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই ওভালে।
মন্তব্য করুন