পরিবেশপ্রেমী পলাশের অনন্য উদ্যোগ, ২৫ বছরে এক লাখ বৃক্ষরোপণ ও বিনামূল্যে বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : পরিবেশপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশ গত ২৫ বছরে ব্যক্তিগত উদ্যোগে এক লাখেরও বেশি গাছ রোপণ ও বিনামূল্যে বিতরণ করেছেন। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে তার এই নিরলস প্রচেষ্টা দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
২০০০ সালে সিরাজগঞ্জে নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন তিনি। সময়ের সাথে সাথে তার প্রচেষ্টা বিস্তৃত হয়েছে এবং হাজারো মানুষ এতে উদ্বুদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি প্রায় ৩৪৫ প্রজাতির বিরল ও বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণ করছেন। তার বাগানে গুটগুটিয়া, রক্তন, সুন্দরী, মাল্লাম, বরুণ, চাপালিশ, সিভিট, মণিরাজসহ নানা প্রজাতির গাছ রয়েছে।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’, একটি ব্যতিক্রমী সবুজ শিক্ষাকেন্দ্র যেখানে রয়েছে চার হাজারেরও বেশি বৃক্ষ ও ৩৪৫ প্রজাতির গাছ। শিশু থেকে প্রবীণ-সবার জন্য এখানে পরিবেশ, বৃক্ষ ও বনসম্পদ নিয়ে শিক্ষা দেওয়া হয়।
এছাড়াও, তিনি নিয়মিতভাবে স্কুলভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ উপহার কর্মসূচির আয়োজন করে সমাজে পরিবেশবান্ধব চেতনা ছড়িয়ে দিচ্ছেন। তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে মাহবুবুল ইসলাম পলাশ ২০২২ সালে বৃক্ষ রোপণে জাতীয় পুরস্কার এবং জাতীয় কৃষি পুরস্কার ১৪২৬ অর্জন করেন। তার জীবনে একশ’ ছোট-বড় জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার রয়েছে।
আরও পড়ুনসবুজ ও টেকসই বাংলাদেশের স্বপ্ন পূরণে এগিয়ে চলা এই মানুষটি প্রমাণ করেছেন-একজন মানুষও চাইলে সবুজ বিপ্লব ঘটাতে পারেন। গাছ লাগানোর পাশাপাশি তিনি পরিবেশ সচেতনতা বাড়াতে নানামুখী কর্মসূচি পরিচালনা করছেন। নিয়মিত আয়োজন করছেন সেমিনার, পথসভা, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরিবেশ দিবস উদযাপন।
এছাড়া, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পাখিদের জন্য তৈরি ‘পাখি কলোনি’ তার পরিবেশবান্ধব কার্যক্রমকে নতুন মাত্রা দিয়েছে। পলাশ স্বপ্ন দেখেন আগামী দিনে দেশের ৬৪টি জেলায় বিনামূল্যে বৃক্ষরোপণ করবেন ইতিমধ্যে ১৩ জেলায় হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। পলাশ একটি জাতীয় বৃক্ষ জাদুঘর বা জেনেটিক ব্যাংক প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করেন।
মাহবুবুল ইসলাম পলাশের এই উদ্যোগ আজ দেশের অনেক মানুষকে সবুজায়নে উদ্বুদ্ধ করছে। তার মতে, ‘একটি গাছ, একটি প্রাণ, একটি উদ্যোগ, একটি স্বপ্ন’-এই বিশ্বাস থেকেই তার প্রতিটি কর্মসূচি পরিচালিত হচ্ছে। ২৫ জুলাই সিরাজগঞ্জের উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ১৪০টি বৃক্ষ উপহার দিয়েছেন তিনি। এই নিয়ে মাহবুবুল ইসলাম পলাশের রোপণকৃত বৃক্ষের সংখ্যা ১ লাখ ১৪০টি।
মন্তব্য করুন