ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন

স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন। ছবি : দৈনিক করতোয়া

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী রাশেদুল ইসলামের বাড়িতে অনশনে বসেছে এক নারী। গত শনিবার থেকে অবস্থান অব্যাহত থাকায় মারধর করাসহ তার সোনার গয়না ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ ওই নারীর।

আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর পুর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ সময় উৎসুক জনতার ঢল দেখা গেলেও বাড়ি থেকে পালিয়ে গেছে রাশিদুল ইসলামসহ তার বাবা-মা ও ভাই। জানা যায়, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার এক নারীর সাথে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলামের পরিচয় হয়।

এরপর উভয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং গত ১১ জানুয়ারি তারা বিয়ের পিঁড়িতে বসেন। চাকরির সুবাদে দু’জনে চট্টগ্রামের সাগরপার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। এরমধ্যে কয়েক দফায় স্ত্রীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা নেয় রাশেদুল।

গত ২ জুলাই ওই নারী কর্মস্থলে গেলে পুর্বপরিকল্পিতভাবে ঘরের জিনিসপত্র ও টাকা নিয়ে গ্রামের বাড়ি মহেশপুরে পালিয়ে আসেন তিনি। পরে স্ত্রীর সাথে নানা টালবাহানা শুরু করেন তিনি। এ অবস্থায় গত শনিবার ওই নারী চট্টগ্রাম থেকে সাদুল্লাপুরে রাশেদুল ইসলামের বাড়িতে আসেন। এ সময় রাশেদুল ও তার বাবা, মা, ভাই ও দাদিসহ অনেকে নারীকে পিটিয়ে তার সোনার গয়না ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

আরও পড়ুন

এতে নারীটি অসুস্থ হয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখান থেকে গত রোববার দুপুরে আবারও রাশেদুলের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে বসেন তিনি। ভুক্তভোগী নারী বলেন, স্বামী রাশেদুলের সাথে সংসারের এক পর্যায়ে দুই মাসের অন্তঃস্বত্বা হয়েছেন তিনি। স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে এসেছেন। এখানে তাকে মারধর করে সোনার গয়না ছিনিয়ে নিয়েছে। এখন স্ত্রীর মর্যাদা না পেলে জীবন দিবেন বলে হুমকি দিচ্ছেন তিনি।

এ ব্যাপারে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ইউপি সদস্য ইদ্রিস আলী সরকার বাসু বলেন, ইতোমধ্যে ঘটনাটি লোকমুখে শুনেছি। এ বিষয়ে বসা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি জুলাই মাসেও চালু হচ্ছে না জবি'র ফুডকোর্ট

জয়পুরহাটের আক্কেলপুরে যুবক ছুরিকাহত ২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে