ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

রাতুলের মৃত্যুতে পিছিয়ে গেল ‘অড সিগনেচার’র কনসার্ট

রাতুলের মৃত্যুতে পিছিয়ে গেল ‘অড সিগনেচার’র কনসার্ট

সড়ক দুর্ঘটনায় দলের এক সদস্যের মৃত্যুর পর এক বছর ধরে বন্ধ থাকা সংগীতযাত্রা ফের শুরু করতে যাচ্ছিল ‘অড সিগনেচার’ ব্যান্ড। সেই প্রত্যাবর্তনের তারিখ পিছিয়ে গেল নতুন শোকে। সম্প্রতি মারা গেছেন রক ব্যান্ড ‘ওন্ড’র ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল। তিনি দলটির আসন্ন কনসার্টে সাউন্ডের দায়িত্বে ছিলেন।

রাতুলের অকাল মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েই কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ‘অড সিগনেচার’। খবরটি ফেসবুকে জানিয়েছে এই ব্যান্ড।

অড সিগনেচার’ তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘গত (রোববার) আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের ১ আগস্টের কামব্যাক শোতে সাউন্ডের দায়িত্বে থাকার কথা ছিল রাতুল ভাইয়ের এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না, ব্যাপারটা মেনে নেওয়া এ মুহূর্তে আমাদের পক্ষে অসম্ভব। কিছুদিন আগে মাইলস্টোন ট্র্যাজেডি এবং এবার রাতুল ভাই।

এই মৃত্যুগুলো আমাদের মানসিকভাবে ভোগাচ্ছে এবং আমরা চাই না আমাদের ফিরে আসার আনন্দটা এতগুলো শোকের মধ্য দিয়ে হোক। তাই আমরা আরও কিছুদিন সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।

তবে ব্যান্ডটি জানিয়েছে, এটা সাময়িক স্থগিত। আগস্ট মাসেই কনসার্টটি আয়োজন করা হবে। ব্যান্ডটি লিখেছে, ‘১ তারিখের শো আমরা সাময়িকভাবে স্থগিত করছি। তবে আপনাদের কথা দিচ্ছি, শো হবে এবং তা আগস্ট মাসেই হবে। নিজেদের আরেকটু গুছিয়ে নিয়ে শিগগিরই আমরা পরবর্তী তারিখ জানিয়ে দেব।

আরও পড়ুন

গত বছরের মে মাসে সিলেটে এক কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মারা যান ‘অড সিগনেচারের’ ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেসময় আহত হন ব্যান্ডের অন্য সদস্যরা। এরপর কার্যক্রম থমকে যায় তাদের। সেই শোক কাটিয়ে ‘অড সিগনেচার দ্য কামব্যাক’ শিরোনামে কনসার্টের মধ্য দিয়ে ১ আগস্ট রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) প্রত্যাবর্তনের কথা ছিল দলটির। কিন্তু রাতুলের মৃত্যু সেই পরিকল্পনায় বিরতি নিয়ে এসেছে।

রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল চিত্রনায়ক জসীমের মেজ ছেলে। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি। গতকাল সোমবার সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাতুল। বাবা জসীমের কবরেই সমাহিত করা হয়েছে তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন খুলছে আজ

রংপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় আরো ১ জন আসামী গ্রেফতার

রংপুর অঞ্চলে পাইপলাইন স্থাপন সম্পন্ন অপেক্ষা শুধু গ্যাস সংযোগের

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শুল্কে ফিরল স্বস্তি

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৫ বোতল ফেনসিডিল ও লক্ষাধিক টাকাসহ আটক ১