দিনাজপুরের বিরলে বাংলাদেশ ভারত সীমান্তে আটক ২

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বাংলাদেশ ভারত সীমান্তে ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনস্থ উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র কিশোরীগঞ্জ বিওপির বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
আটককৃতরা হলো উপজেলার ৩নং ধামইড় ইউপির বাদরুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মার ছেলে মানিক (২২) ও ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের খটুপাড়া গ্রামের শুনিলের মেয়ে গোলাপি (২০)। বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, কিশোরীগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ পিলার নং ৩৩০/৩ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সংকোবানী নামকস্থানে বিজিবির একটি টহল দল ২ জনকে আটক করে।
আরও পড়ুনআটককৃতদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করে বাংলাদেশের নাগরিকত্ব সঠিক হওয়ায় পরবর্তী আইনাননুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন