বগুড়া দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার তিন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে মাদক মামলায় তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানান ঘটনার দিন গতকাল শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সদরের মন্ডলপাড়ার সাহিদা ওরফে ধলির (৫৫) বসতবাড়িতে অভিযান চালান। এ সময় বারান্দায় মাদক সেবনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তিন জনকে হাতে নাতে আটক করেন।
এরা হলেন, উপজেলা মহলদার পাড়ার লুৎফর আলী মহলদারের ছেলে ইব্রাহিম আলী মহলদার রনি (৩৬), ইসলামপুর খানাবাড়ি এলাকার মৃত ওমির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫২) ও শিবগঞ্জ থানার কুড়াহার মৃধাপাড়ার মৃত শাহাদত আলীর ছেলে মন্টু মিয়া (৪৫)।
পুলিশ তাদের হেফাজত থেকে মাদক সেবনের কাগজের তৈরি বিশেষ পাইপ, গ্যাস লাইট, সিগারেটের প্যাকেটের রাংতা কাগজ উদ্ধার করেন।
আরও পড়ুনএ সংক্রান্ত ওই দিন রাতেই পলিশ বাদি হয়ে তিন জনের নাম উল্লেখসহ পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা আরো ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।
থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের গতকাল রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন