মুক্তির ৩১ বছর পরও সালমান শাহ ও মৌসুমীর রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা। আজও হলের পর্দায় এই জুটির প্রেম, খুনসুটি, কমেডি আর আবেগঘন মুহূর্তগুলো দেখে দর্শকদের হৃদয়ে বয়ে যাচ্ছে এক মধুর আবেশ। এমনটাই জানাচ্ছে হল কর্তৃপক্ষ।
৩১ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহের সিনেমা

ঢাকাই সিনেমার রাজপুত্র সালমান শাহ নেই ২৯ বছর। তবু তার জনপ্রিয়তা, তাকে ঘিরে ভক্তদের উন্মাদনা এতটুকু কমেনি। এখনো তার জন্মদিন, মৃত্যুবার্ষিকী কিংবা সিনেমা মুক্তি পেলে তাকে ঘিরে শুরু হয় আলোচনা। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া সালমান শাহ-মৌসুমী জুটির ‘অন্তরে অন্তরে’ সিনেমাটি আবারও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।
ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের আগ্রহ ও আবেগ লক্ষ করা যাচ্ছে। অনেকেই সিনেমাটি হলে গিয়ে দেখছেন। অন্যকে দেখতে উৎসাহিত করছেন।
কেউ কেউ সোশ্যালে লিখছেন, ‘সালমান শাহ নেই, এ সত্য আজও অনেক ভক্ত মেনে নিতে পারেন না।
কিন্তু পর্দায় তার উপস্থিতি এখনো জীবন্ত। অন্যদিকে মৌসুমী এখনো জীবন্ত কিংবদন্তি। তাদের প্রতি ভক্তদের ভালোবাসা আজও প্রাণবন্ত।’
আরও পড়ুনজানা গেছে, আজাদ সিনেমা হলে ‘অন্তরে অন্তরে’ ছবিটি ডিসিতে দেখা যাচ্ছে মাত্র ১০০ টাকায়। অন্যান্য সিটের মূল্য আরো কম।
পরিচালক শিবলী সাদিকের হাত ধরে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘অন্তরে অন্তরে’ ছবিটি তৎকালীন সময়ে বাম্পার হিট হয়েছিল। ছবির ‘কাল তো ছিলাম ভালো’, ‘এখানে দুজনে নিরজনে’, ‘ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া’, ‘ও দাদি ও দাদি, একটু আদর করো না’, ‘অন্তরে অন্তরে পিরিতি বাসা বান্ধেরে’, ‘ও হিরো ও হিরো, আই লাভ ইউ’ শিরোনামের গানগুলোও ছিল তুমুল জনপ্রিয়। এখনো এসব দর্শকের গান মুখে মুখে ফেরে।
মন্তব্য করুন