রংপুরে মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার

রংপুর প্রতিনিধি : মাদকবিরোধী অভিযানে বিভিন্ন এলাকায় নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। এ সময় ৩৩৬ বোতল ফেনসিডিল এবং ১৩১ বোতল এস্কাফ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো আতিকুল ইসলাম, সমোলা বেগম, হাবিবুর রহমান ও আরজুমান।
র্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত আজ বুধবার (৬ আগস্ট) সকালে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলার সদর উপজেলার চন্দপাট ইউনিয়নের শ্যামপুর বন্দরে পরিত্যক্ত মোটরসাইকেরের ট্যাঙ্কের ভিতরে বিশেষ কায়দায় রাখা ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও পৃথক পৃথক অভিযানে ২ নারী ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় ফেনসিডিল ও এস্কাফ জব্দ করা হয়।
আরও পড়ুনরংপুর র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, জব্দ করা আলামতসহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন