ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে দুই লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিল প্রশাসন

সিরাজগঞ্জের তাড়াশে দুই লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিল প্রশাসন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে দুই লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিল প্রশাসন। বর্ষার শুরুতেই মা মাছ, পোনা মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া ও জীববৈচিত্র্য রক্ষায় চায়না দুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার মাকড়শোন, কুন্দইল এলাকায় অভিযান পরিচালনা করে জব্দ করা হয় ২ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল। পরে এসব জাল পুড়িয়ে দেয়া হয়। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিলের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় বিভিন্ন বাজারে উপস্থিত জনসাধারণকে পথসভার মাধ্যমে সর্তক করা হয়েছে।

গত দুই দিনে দুই লক্ষাধিক টাকার চায়না, কারেন্ট জাল ও মাছ ধরার বিভিন্ন সামগ্রী ধ্বংস করা হয়। এ অভিযানের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। উপস্থিত ছিলেন, অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মো.শরিফুল ইসলাম সহ থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের লোকজন।

আরও পড়ুন

এ প্রসঙ্গে অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া বিভিন্ন বাজারে জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ, পথসভা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, চলনবিলে পানি আসার সাথে সাথেই ডিমে পেট ভরপুর বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ দেখা যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি সেই মাছগুলো চায়না জাল ফেলে নিধন করছে। মাছের প্রজনন ঘটাতেই নিয়মিত প্রশাসনের অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অন্তত ৮ উপদেষ্টার দুর্নীতির তথ্যপ্রমাণ দিতে পারব’

বাংলাদেশ থেকে দেখা যাবে উল্কাবৃষ্টি

ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি: সিইসি

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭

বগুড়া শাজাহানপুরে গভীর রাতে বাস- অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ

ঢাবির হলে রাজনীতি নিষিদ্ধ বহাল থাকবে : উপাচার্য