সিরাজগঞ্জে টানা বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি : গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে সিরাজগঞ্জে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়েছে। এতে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে। সিরাজগঞ্জ শহরের খানা-খন্দ ও নিচু জায়গাতে ইতোমধ্যেই পানি জমে গেছে। রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে। চলাচলের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
শহরের রাস্তা-ঘাট প্রায় ফাঁকা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। দুই একটা রিকশা, অটোরিকশা ছাড়া যানবাহন নাই বললেই চলে। তবে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টির কারণে ভাড়া দ্বিগুন গুনতে হচ্ছে। কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই। বিশেষ করে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।
চলমান বৃষ্টিতে কৃষকেরা রোপা আমন ধান চাষে কিছুটা সুবিধা পেলেও জেলার নিচু জমিগুলোর অধিকাংশ ফসলই পানির নিচে তলিয়ে যাচ্ছে। স্কুল কলেজ ও অফিস আদালত সাধারণ মানুষকেই চরম বিপাকে পড়তে হচ্ছে। ভারী বর্ষণে নদ-নদীর পানিই বৃদ্ধি পেতে শুরু করেছে।
আরও পড়ুন২৪ ঘণ্টায় আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ স্টেশনে পানি বেড়েছে ৭ সেন্টি মিটার। অপর দিকে কাজিপুর স্টেশনে ৫ সেন্টিমিটার পানি বেড়েছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান। সিরাজগঞ্জ জেলার চরাঞ্চলে প্রচুর সবজি চাষ হলেও টানা বৃষ্টিতে বেশ কিছু সবজির জমিতে পানি বাঁধা এবং পরিবহণ অসুবিধার কারণে অধিকাংশ সবজির দাম বৃদ্ধি পাচ্ছে।
মন্তব্য করুন