চাঁপাইনবাবগঞ্জের প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বিজয়মোড় এলাকায় গত ৫ জুলাই পাশের বাড়িতে বসবাসবাসকারী চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রী খালেদা বেগম (২৬) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামি ফাতেমা বেগমকে (২৭) গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মামুন আলীর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, বাবা সবুর আলীর বাড়িতে অবস্থানকালে চাচাতো ভাইদের সাথে বাড়ির সীমানা নিয়ে পূর্ব শত্রুতা এবং নিজেদের নির্মাণাধীণ বাড়ির কার্নিশ ও ছাদ ঢালাই নিয়ে ভাইদের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে খালেদাকে ঘটনাস্থলে কুপিয়ে খুন করা হয়।
আরও পড়ুনএ সময় তার বাবা-মা ও বোন আহত হন। এ ঘটনায় নিহতের বাবা শিবগঞ্জ থানায় মামলা করলে গ্রেফতার অভিযান শুরু হয়। এরই ধারাবহিকতায় ফাতেমা গ্রেফতার হন। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
মন্তব্য করুন