ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

লেভারকুসেনকে সহজেই হারাল চেলসি

লেভারকুসেনকে সহজেই হারাল চেলসি,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : পালমেইরাস থেকে চেলসিতে যোগ দিয়েই ঝলক দেখালেন এস্তেভাও উইলিয়ান। তকে কেন মেসিনহো (ছোট মেসি) ডাকা হয় তার একটা প্রমাণ দিলেন এই ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান। চেলসির জার্সি গায়ে অভিষেকে গোল করতে সময় নিলেন মাত্র ১৮ মিনিট। এস্তেভাওয়ের পাশাপাশি আলো ছড়িয়েছেন আরেক ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রোও। তাতে লেভারকুসেনকে সহজেই হারিয়েছে চেলসি।

শুক্রবার (৯ আগস্ট) স্টামফোর্ড ব্রিজে বেয়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক চেলসি। ব্লুদের হয়ে এস্তেভাও ও জোয়াও পেদ্রো গোল দুটি করেন। ঘরের মাঠে চেলসির দাপটের সামনে সফরকারী লেভারকুসেন পাত্তাই পায়নি। ৭০ শতাংশ সময় বল ব্লুদের পায়েই ছিল। ২৪টি শট নিয়ে ৯টিই লক্ষ্যে রেখেছে তারা। অন্যদিকে লেভারকুসেন ৪টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখে।

ম্যাচের ১৮ মিনিটে চেলসিকে এগিয়ে দেন এস্তেভাও। কোল পালমারের নেয়া শট ক্রসবারে লেগে ফিরে এলে মোক্ষম জায়গায় বল পান এই ব্রাজিলিয়ান। ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে অভিষেক রাঙান। গত বছর জুলাইয়ে চেলসি তাকে দলে ভেড়ালেও ১৮ বছর পূর্ণ হওয়ার পর ক্লাব বিশ্বকাপ শেষে তিনি স্টামফোর্ড ব্রিজে যোগ দেন। আলো ছড়িয়েছেন ক্লাব বিশ্বকাপের সময় ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেয়া আরেক ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো। ৯০ মিনিটে গড়ানো শটে বল জালে পাঠান তিনি।

আরও পড়ুন

এটি ছিল প্রাক মৌসুমে চেলসির প্রথম প্রীতি ম্যাচ। ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া চেলসির এবারের প্রাক মৌসুম বেশ সংক্ষিপ্ত হয়ে পড়েছে। আগামী রোববার (১০ আগস্ট) এসি মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে চেলসির প্রাক মৌসুম প্রস্তুতি। এরপর আগামী সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে চেলসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ছেলে বিয়ে করতে চান রাশিয়ার মডেল মনিকা কবির

বিএনপির সবচেয়ে বড় ভুল উদারতা: মঈন খান

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার ৫টি সহজ কৌশল

অপারেশন সিঁদুর চলাকালে ৫ পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত: দাবি ভারতের

পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নিষিদ্ধ করল পিসিবি

লালমনিরহাট পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট