ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

রিয়ালের ‘নাম্বার নাইন’ পেলেন যিনি

রিয়ালের ‘নাম্বার নাইন’ পেলেন যিনি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর কিলিয়ান এমবাপে গত মৌসুমে ৯ নম্বর জার্সি পরেছিলেন কিন্তু নতুন মৌসুম সামনে রেখে ফ্রেঞ্চ এই তারকাকে দেওয়া হয় ১০ নম্বর জার্সি। ফলস্বরূপ, নতুন ৯ নম্বর জার্সিটি কার হাতে যাবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। শেষমেশ, ৯ নম্বর জার্সি বরাদ্দ করা হয় ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিকের জন্য। আর গত মৌসুমে তার পরা ১৬ নম্বর জার্সিটি পাচ্ছেন নতুন সাইনিং গঞ্জালো গার্সিয়া।

গঞ্জালো গার্সিয়া সদ্য সমাপ্ত ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪ গোল এবং ১ অ্যাসিস্ট করেন। আলোনসোর প্রথম একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন এই স্ট্রাইকার। গঞ্জালো গার্সিয়া সিনিয়র হলেও প্রথম দলের স্কোয়াডের দিক থেকে জুনিয়র তাই তাকে ১৬ নম্বর জার্সি দেয়া হচ্ছে। এদিকে, নতুন মৌসুমে ৯ নম্বর জার্সি এন্ড্রিকের জন্য বরাদ্দ হয়েছে যদিও তিনি নিজে এর জন্য আবেদন করেননি। তবে কোচিং স্টাফ তাকে সিনিয়র খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, রিয়াল মাদ্রিদে নতুন যোগ হওয়া কয়েকজন ফুটবলারের জন্যও জার্সি নম্বর বরাদ্দ করা হয়েছে। লিভারপুল ছেড়ে আসা ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ১২ নম্বর জার্সি পরেছেন, আরেক তরুণ ডিফেন্ডার ডিন হুইজসেন পরবেন ২৪ নম্বর, আলভারো ক্যারেরাস ১৮ নম্বর এবং রাউল অ্যাসেন্সিও ১৭ নম্বর পরবেন। এছাড়া, ১৫ নম্বর জার্সিটি আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর জন্য রাখা হতে পারে। গঞ্জালো গার্সিয়া ক্লাব বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে রিয়ালের প্রথম স্কোয়াডে জায়গা প্রায় পাকা করে ফেলেছেন। তার পুরস্কার হিসেবে সম্প্রতি রিয়াল মাদ্রিদ তার সঙ্গে চুক্তি ৫ বছর বাড়িয়ে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করেছে। গঞ্জালো গার্সিয়া ২০১৪ সালে মাত্র ১০ বছর বয়সে রিয়ালের একাডেমিতে যোগ দেন এবং ২০২৩ সালের নভেম্বরে প্রথম দলের হয়ে অভিষেক ঘটে।

আরও পড়ুন

এদিকে, রিয়ালে এন্ড্রিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, তিনি এখনও ক্লাবে থাকার ব্যাপারে দৃঢ়। গত মৌসুমে তিনি ৩৭টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন যার বেশিরভাগই বদলি হিসেবে। ৭ গোল করা এন্ড্রিক স্প্যানিশ লিগ কোপা দেল রের সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২