পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নিষিদ্ধ করল পিসিবি
_original_1754739440.jpg)
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানি ব্যাটসম্যান হায়দার আলীর বিরুদ্ধে অপরাধ তদন্ত কার্যক্রম শুরু করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি)। ইংল্যান্ড পুলিশের এ তদন্তের জেরে ২৪ বছর বয়সী ব্যাটসম্যানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিতে পারবেন না হায়দার আলী। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
হায়দার আলী কী ধরনের অপরাধে অভিযুক্ত কিংবা অভিযোগের বিস্তারিত কিছুই জানায়নি ইএসপিএন। তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে হায়দার আলী যুক্তরাজ্য পুলিশের হেফাজতে নেই। জিএমপি খুব সতর্কতার সঙ্গে হায়দারের জিজ্ঞাসাবাদ চালিয়েছে।
ইএসপিএন ঘটনার বিস্তারিত কিছু না জানালেও ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইংল্যান্ডে পাকিস্তানি বংশোদ্ভূত এক মেয়েকে ধর্ষণের অভিযোগে হায়দার আলীকে গ্রেপ্তার করে জিএমপি। টেলিকম এশিয়া স্পোর্টসের বরাতে এনডিটিভি উল্লেখ করেছে, ‘এটা স্পষ্টতই পাকিস্তানি বংশোদ্ভূত এক মেয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা।’
সূত্রের বরাতে এনডিটিভি আরও জানিয়েছে, হায়দার আলী জামিনে মুক্তি পেয়েছেন। তবে তাঁর পাসপোর্ট জব্দ করেছে জিএমপি।
আরও পড়ুনপিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তারা হায়দার আলীর বিষয়টি সম্পর্কে ‘অবহিত’ এবং ঘটনাটি ঘটেছে পাকিস্তান শাহিনসের সাম্প্রতিক ইংল্যান্ড সফরের সময়। পিসিবি আরও নিশ্চিত করেছে, এ ঘটনায় হায়দার আলীকে আইনি সহায়তা প্রদান করছে পিসিবি।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘পিসিবি যুক্তরাজ্যের আইনগত প্রক্রিয়া ও নিয়মাবলীকে সম্পূর্ণরূপে সম্মান করে এবং মনে করে, তদন্তটি যথাযথভাবে সম্পন্ন হওয়া উচিত। পাশাপাশি পিসিবি সিদ্ধান্ত নিয়েছে, হায়দার আলীকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো, যা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। আইনি কার্যক্রম শেষ হলে এবং সমস্ত তথ্য নিরপেক্ষভাবে যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনে পিসিবি নিজেদের আচরণবিধি অনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।’
হায়দার আলী পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ২টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন। সম্প্রতি পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফরের দলে হায়দার ছিলেন দলের সিনিয়র খেলোয়াড়দের একজন। এ সফরে একটি প্রথম শ্রেণীর একাদশের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যাচ খেলেছেন হায়দার।
মন্তব্য করুন