সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষকের বাড়িতে চুরি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় গ্রামে এক শিক্ষকের বাড়িতে ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শনিবার বেলা ৩ টায় ক্ষতিগ্রস্ত শিক্ষক রবিউল হাসান নান্নু কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ঘর তালা দিয়ে ওই শিক্ষক ঢাকায় যান। গতকাল শনিবার সকালে তার প্রতিবেশীর ফোনে চুরির ঘটনা জানতে পেরে তিনি বাড়ি আসেন। গত শুক্রবারে রাতের কোনো এক সময় সংঘটিত চুরিতে তিন ভরি সোনার গহনা, চার ভরি রূপার গহনাসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুনকাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, ওই শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিকেলেই ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন