চাঁদপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার
_original_1754836431.jpg)
চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ রোববার (১০ আগস্ট) ঢাকার মালিবাগের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের গোয়েন্দা পুলিশের ওসি মো. মজিবুর রহমান।
তিনি বলেন, শাহজাহান শিশিরকে কচুয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
আরও পড়ুনকচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা শাহজাহান শিশিরকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন