ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

বগুড়া শাজাহানপুরে বিয়ের প্রলোভনে বিধবাকে সঙ্গবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ২

বগুড়া শাজাহানপুরে বিয়ের প্রলোভনে বিধবাকে গণধর্ষণ: গ্রেফতার ২, ছবি: দৈনিক করতোয়া।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে দুই সন্তানের জননী এক বিধবা নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের প্রলোভনে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুই ধর্ষককে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার জালশুকা গ্রামের মৃত পালওয়ানের ছেলে শাহাদত হোসেন (৩০) এবং একই এলাকার আফছার আলী শেখের ছেলে আশরাফুল শেখ (৪১)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জালশুকা গ্রামের জনৈক ব্যক্তি স্ত্রী ও দুই সন্তান রেখে ৬ মাস পূর্বে মারা যান। দুই সন্তান ও নিজের জীবিকা নির্বাহের জন্য বিধবা নারী বগুড়া শহরের একটি বাসায় গৃহপরিচালার কাজ শুরু করেন। একপর্যায়ে জালশুকা গ্রামের মৃত পালওয়ানের ছেলে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক শাহাদত হোসেনের সাথে বিধবা নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিবাহ করার প্রলোভন দিয়ে গত ৩১ জুলাই বেলা আড়াইটার দিকে লম্পট শাহাদত ওই নারীকে বগুড়া শহরের সাতমাথায় যেতে বলে। ওই নারী সাতমাথায় পৌঁছিলে শাহাদত তার নিজের অটোরিক্সা উঠিয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাজাহানপুর থানাধীন জালশুকা জোড়া ব্রীজের পূর্ব পার্শ্বে গিয়ে দাঁড়ায়। সেখানে আগে থেকেই লম্পট শাহাদতের দুই বন্ধু অবস্থান করছিল। এরপর রাত ৮ টার দিকে শাহাদত ও তারা বন্ধুরা ওই বিধবা নারীকে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন ১ আগস্ট ধর্ষিতা ও নারী বাদী হয়ে শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই পুলিশ ধর্ষকদের গ্রেফতারে মাঠে নামেন।

অবশেষে ১০ আগস্ট ভোর সাড়ে ৫ দিকে পাবনা জেলার চাটমোহর থানা এলাকার আত্মীয়ের বাড়ি থেকে শাহাদ হোসেন (৩০) ও আশরাফুল শেখ (৪১) কে পুলিশ গ্রেফতার করে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অপর আসামীকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেফটিপিনের ছোট্ট লুপে লুকিয়ে আছে বড় রহস্য

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত এক, আহত পাঁচ

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক সংস্কার না হওয়ায় সীমাহীন দুর্ভোগে পথচারীরা

পাকিস্তানের হারে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই : তারেক রহমান

সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি