ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে ভিক্ষাবৃত্তি নিরসনে ১১জন ভিক্ষুকের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে ভিক্ষাবৃত্তি নিরসনে ১১জন ভিক্ষুকের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, ছবি : দৈনিক করতোয়া

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ১১জন ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি নিরসনে বিকল্প কর্মসংস্থান গরু-ছাগল, মনিহারি-টি স্টল ও সহায়ক উপকরণ দিয়ে পুনর্বাসন করলেন উপজেলা সমাজ সেবা অফিস। গত মঙ্গলবার বিকেলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন অধিদপ্তরের বাস্তবায়নে রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সমাজ সেবা কার্যালয় চত্বরে ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ভিক্ষা বৃত্তি নিরসনের জন্য ভিক্ষুকদের হাতে গরু, ছাগল তুলে দেন। এছাড়া সমাজ সেবা অফিস দুইজন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থান হিসেবে মনিহারি ও চায়ের দোকানের ব্যবস্থা করে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. মশিউর রহমান মন্ডল, সহকারী সমাজ সেবা অফিসার মোছা. ববিতা খাতুন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান রাজুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাজ থেকে উপকারভোগী উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের খয়েরুজ্জামন বসুনিয়ার ছেলে দৃষ্টিহীন ভিক্ষুক জিয়াউর রহমানকে গাভী পালনে ১টি গরু, একই গ্রামের পনির উদ্দিনের ছেলে জাহের আলীকে ৩টি করে ছাগল, রতিরাম কমলওঝাঁ গ্রামের নছর উদ্দিনের ছেলে গমির উদ্দিনকে ৩টি ছাগল, চাকিরপশার পাঠক গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে ফরিজন বেগমকে ৩টি ছাগল, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের পূর্ণ চন্দ্রের ছেলে শ্রী নন্দ চন্দ্রকে কলার ব্যবসার জন্য ১৫হাজার টাকা, গোবধা গ্রামের অচর উদ্দিনের ছেলে জহির উদ্দিনেকে ১টি গরু, নাজিমখান ইউনিয়নের রায়পাড়া গ্রামের গবিন্দ্র নাথের মেয়ে চারু রানীকে ৩টি ছাগল, রাঘব গ্রামের জবেদ আলীর মেয়ে সাহেরা বানুকে ৩টি ছাগল, রামসিং ডাবার পাড় গ্রামের আলিফ উদ্দিনের ছেলে আব্দুল জলিলকে ৩টি ছাগল, উমরমজিদ ইউনিয়নের ঘুমারু ভিমশীতলা সাধুর বাজার গ্রামের বসন্ত রায়ের ছেলে সুশীল চন্দ্রকে ৩টি ছাগল, বিদ্যানন্দ ইউনিয়য়নের রতি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল গফফারকে মনিহারি দোকান দেয়া হয়েছে। মোট ১লাখ ৮৫হাজার টাকার সহায়ক উপকরণ দেয়া হয়েছে বলে উপজেলা সমাজ সেবা অফিসার মো. মশিউর রহমান মন্ডল জানিয়েছেন। পর্যায়ক্রমে অন্যান্য ভিক্ষুককেও পুনর্বাসন করা হবে বলে তিনি জানান।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক

বগুড়ার কাহালুতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী 

নান্দনিক শহর গড়ার প্রত্যয় নারদ নদে আবর্জনা না ফেলার আহবান

রংপুরের তারাগঞ্জে যুবকের অজ্ঞান হওয়ার অভিনয়ে প্রাণ যায় দুই ব্যক্তির

বগুড়ার শেরপুরে দা দিয়ে ছাগল দুই ভাগ! নারী-শিশুকে হত্যার হুমকি