ভিডিও শনিবার, ১৬ আগস্ট ২০২৫

বগুড়ার শাজাহানপুরে আশা কর্মিকে ছুরিকাহত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একজন গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে আশা কর্মিকে ছুরিকাহত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একজন  গ্রেফতার, ছবি সংগৃহীত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে এনজিও সংস্থা আশা’র কর্মীকে চাকু মেরে টাকা ছিনিয়ে নেয়া চক্রের সক্রিয় সদস্য মমিন হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়েছে। সে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি উত্তরপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে। গত বুধবার রাত ১১টার দিকে ফুলদীঘি পেপসি কোম্পানির সামনে থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

উল্লেখ্য, আশা এনজিও’র সিনিয়র লোন অফিসার নুরুল ইসলাম গত ১৬ জুন ঋণের কিস্তি আদায়ে বের হন। শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পূর্বপাড়া ও পশ্চিমপাড়ায় বিভিন্ন ঋণ গ্রহীতার নিকট থেকে কিস্তি আদায়ের একপর্যায়ে তিনি সাথী নামের এক ঋণ গ্রহীতার কাছে কিস্তি আদায় করতে যান। সাথী বেগম বলেন, তার স্বামী ফুলদীঘি মধ্যপাড়া এলাকায় কাজ করছেন। সেখানে গেলে কিস্তির টাকা পাওয়া যাবে। সে মোতাবেক কিস্তি নিতে ফুলদীঘি মধ্যপাড়া গেলে সেখানে লোন অফিসার নুরুল ইসলামকে চাকু মেরে তার কাছে থাকা কিস্তি আদায়ের ৯৪ হাজার টাকাসহ অফিসিয়াল ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নুরুল ইসলাম বাদি হয়ে ৪ ব্যক্তির  বিরুদ্ধে মামলা করেন। পরদিন ১৭ জুন ঢাকায় পালিয়ে যাওয়ার সময় বগুড়ার বনানী বাসষ্ট্যান্ড থেকে সাব্বির (১৯) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়। সাব্বিরের দেওয়া তথ্য মতে ওইদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে তোফাজ্জল হোসেন (৩২) ও রফিকুল ইসলাম রফিক (৩৫) নামের আরও দুই আসামী কে গ্রেফতার করে পুলিশ।  শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতার এড়াতে ঘটনার পর থেকে প্রায় ২ মাস যাবত পলাতক ছিল ছিনতাই চক্রের সক্রিয় সদস্য মোমিন হোসেন (২৭)। তারপরও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে শাজাহানপুর থানা পুলিশ তাকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করেছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন